I LOVE YOU…
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১১ জুলাই, ২০১৫, ০৪:২০:৩৬ বিকাল
I LOVE YOU… I LOVE YOU… I LOVE YOU… বলে বলে আমার ফোনটা বেজেই চলেছে। চির চেনা কন্ঠ । আমার স্ত্রী রেজমিনার।
অনেকদিন হলো বাপের বাড়ীতে যায় না। আমার সংসার সামলানোতেই ব্যস্ত থাকে। বাপের বাড়ী যাওয়ার সময়ই পায়না। সেদিন আম্মু বললো, মেঝো ! বউমা তো অনেকদিন হলো বাপের বাড়ীতে যায় না। তুই ওকে নিয়ে যা। ক‘দিন শান্তিতে থেকে আসুক। এখানে তো সারাদিন বসার সময়ই পায়না। আম্মুর কথা শোনে রেজমিনা বলেছিল না মা আমি এখন গেলে হবেনা। আমি গেলে আপনি ঔষধ ঠিকমত খাবেন না। আর আপনি এখন অসুস্থও। আপনি কিছু সুস্থ হোন তারপর আমি যাবোনে। আম্মু হেসে বললো, নারে মা, আমার কথা ভাবিস্না। তুই কদিন গিয়ে বাপের বাড়ীতে থেকে আয়। আমি ঔষধ পত্র খেতে পারবো। সমস্যা হবেনা। আচ্ছা মা, ঠিক আছে।
তারপর রেজমিনাকে নিয়ে শশুড় বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দিলাম। শশুড় বাড়ী পৌছতে পৌছতে ইফতারের সময় হয়ে গেছিল প্রায়। গিয়ে দেখলাম শালী আমার নানান রকম ইফতার সাজিয়ে রেখেছে। কিছুক্ষণ পরেই আযান পড়লো। ইফতার করে নামাজ পড়ে শালার সাথে গল্প করতে করতে তারাবীর সময় হয়ে গেল। তারাবীতে চলে গেলাম।
রাতে ঘুমানোর সময় রেজমিনা বললো, শোন ! তুমি কালই চলে যাবে। আমি বললাম কেন ?
ও বললো বড় আপুকে রেখে এসেছি উনি তো রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকবে। তুমি যাও মায়ের খেয়াল রাখবে। ঠিকমতো ঔষধ খাওয়াবে। অতঃপর বউকে রেখে চলে আসতে হলো।
আসার আগে I LOVE YOU বলে ভয়েস রেকর্ড করে ওর নাম্বারে শুধু রিংটোন করে save করে দিয়ে বললো নাও , আমি কল দিলে শুধু এটা শুনতে পারবে।
সেই টোনই বাজছিল। রিসিব করলাম।
- আসসালামু আলাইকুম
- ওয়ালাইকুম আসসালাম
- তুমি এখনো ঘুমে? সেহরী খাওয়ার সময় হয়ে যাচ্ছে। উঠো, উঠে তাহাজ্জুদ পড়ে কুরআন তেলাওয়াত করো। আর মায়ের খাওয়ার আগের ঔষধ খাওয়াতে ভুলবেনা কিন্তু।
- হুম। প্রতিদিন একই কথা। দেখছি তুমি ওখানে থেকে তোমার টেনশন আরো বেশী। সবসময় মাকে ফোন দিয়ে তো বলো-ই আমাকেও।
- হ্যাঁ। আমার এখানে ভালো লাগছেনা তোমাকে ছাড়া। আমি আর থাকবোনা। কালই ভাইকে নিয়ে চলে আসবো।
- মাত্র তো ২দিন হলো আমি আসলাম। ৩দিনও হয়নি ওখানে। আর এখনি চলে আসবে! !
- দেখো ! মেয়েদের বিয়ের পর তার স্বামীর বাড়ীই তার দুনিয়া। আমি আর এখানে থাকবোনা বলছি তো থাকবো না।
- তোমার জিদটা আর কমলো না। আচ্ছা চলে এসো। আমার তো ভালোই। তুমি পাশে না থাকলে ঠিক মতো ঘুম-ই হয় না।
- এতোক্ষণ তো নাক ডেকে ঘুমাচ্ছিলে। ফোন দেয়ায় সজাগ হয়েছ। আল্লাহ-ই জানে মায়ের খেয়াল নিচ্ছ কিনা ঠিকমতো।
- শোন ! বিয়ের আগে কিন্তু মায়ের খেয়াল আমিই রেখেছি।
- আচ্ছা। আর দেরী না করে উঠে অযু করতে যাও। রাখলাম। ভালো থাকো। আসসালামু আলাইকুম।
- অকে। ওয়ালাইকুম আসসালাম।
অতঃপর আমি খুশিতে গদগদ। রেজমিনা আসছে।
বিষয়: সাহিত্য
১৩৪৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আহা আহ্লাদে গদ গদ......
বউটা একটু বেশীই ভাল
মন্তব্য করতে লগইন করুন