ইসলামী দলগুলীর প্রতি আহবান ! স্বার্থপর বেঈমানদের সঙ্গ ত্যাগ করুন
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১০ জুন, ২০১৫, ১১:৫২:৪০ রাত
ভাবছিলাম এ বিষয়টা নিয়ে কিছু বলবো না। কিন্তু শেষ পর্যন্ত বলতে বাধ্য হলাম।
নিউজ ফিডে দেখলাম অনেকেই মোদী আর হাসিনাকে নিয়ে অনেক রকম লিখা পোষ্টাইছেন । যেমনঃ- হাসিনা মোদী আসতেই তার সাথে হাত মিলিয়েছে এ নিয়ে হেনতেন অনেক রকম লিখা অনেকে লিখছেন। লিখুন সমস্যা নাই।
আচ্ছা, হাসিনা মহিলা আর খালেদা কি পুরুষ? বিএনপির পাব্লিকরা তো হাসিনাকে আর মোদীকে ভালো করেই পঁচাইছেন। কিন্তু আপনাদের খালেদা !! উনি কি দুধে ধোয়া তুলসি পাতা?
খালেদাও তো মোদীর সাথে হাত মিলিয়েছে পাশাপাশী কাছাকাছি দাঁড়িয়েছে, বসেছে। এসব কি আপনাদের চোখে লাগেনা? অথচ খালেদার মাঝে যদি মুসলমানিত্ব থাকতো, ইসলামের জন্য একটু মায়া থাকতো তাহলে তো মোদীর সাথে দেখা করার কথা ভাবতোই না। কিন্তু করছে কি! দেখা করার জন্য উতলা হয়ে অনেক সাধনা করেছে মোদীকে তার দেহের উষ্ণতা দিতে। অনেক অনুনয় বিনয় , অনেক চেষ্টা করে দেখা করার জন্য মন্জুর করেছে।
একটা সত্যি কথা কি জানেন !! হাসিনা আর খালেদা অর্থ্যাৎ আ‘লীগ আর বিম্পির মধ্যে কোন ডিফারেন্স নেই। ডিফারেন্স শুধু এতো টুকুই তা হলো একটা গু আরেকটা মুত । দুটাই কিন্তু নাপাক।
খালেদাও ইসলামের ক্ষতি করেছে তবে কিছুটা কম । যেমনঃ- বাংলাদেশে আলেমদের উপর জঙ্গি শব্দের প্রচলনটা খালেদা থেকেই শুরু। জঙ্গি বলে বলে অনেক আলেম মুজাহিদকে জেলে ঢুকিয়েছে এই খালেদাই।
আর এ খালেদা ইসলামী দলগুলীকে ব্যবহার করে শুধু নিজের স্বার্থে। নিজের লক্ষ্যে পৌছাতে। যখন তার স্বার্থ হাসিল হয়ে যাবে, নিজের লক্ষ্যে পৌছে যাবে তখন ইসলামী দলগুলীকে উষ্টা মেরে দূরে সরিয়ে হাসিনার মতোই তাদের পিছন দিয়ে বাঁশ ঢুকাবে। তখন কিন্তু একটুও বিপদের সময়ের কথা ভাববে না। এটা ভুলে যাবে যে বিপদের সময় এরাই তার সঙ্গে ছিল।
বিম্পিও নিজেদের ধর্ম নিরপেক্ষ দাবী করে। এটা চরম বাস্তবতা। এদের মাঝেও প্রচুর নাস্তিক্যবাদী রয়েছে কিন্তু এখন প্রকাশ করেনা আ‘লীগকে পরাস্থ করতে।
আরেকটা কথা, খালেদা এবং তার বিম্পি কিন্তু কখনো ইসলামী দলগুলীকে পা দিয়েও হিসাব করেনা। উপরে উপরে শুধু আছি আছি বলে তাও নিজের স্বার্থের জন্য। খালেদার বিপদের সময় ইসলামী দলগুলী ওর সাথে থাকে কিন্তু ইসলামী দলগুলী যখন কোন সমস্যায় পড়ে তখন বিম্পিকে পাশে পাওয়া যায় না। তখন তারা নিজেদের ধর্ম নিরপেক্ষ প্রমাণ করে।
এসবের পরও যদি ইসলামী দলগুলী খালেদার সাথে জোটে থাকে তাহলে আমার মনে হয় এটা তাদের চরম ভুল হবে। বিম্পির সাথে থেকে কলংকিত হবে ইসলামী দলগুলীও। ১০০% সত্য এটা।
জামাআত,জমিয়ত,খেলাফত সহ সমস্ত ইসলামী দলের প্রতি আহবান জানাচ্ছি আপনারা কলংকিত হওয়ার আগে কুলাঙ্গারদের সঙ্গ ত্যাগ করুন। এটাই আপনাদের জন্য মঙ্গল এবং এটাই শ্রেয়।
একটা কথা মনে রাখবেন , বিএনপি কিন্তু আপনাদেরকে তাদের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে।
বিষয়: রাজনীতি
১২৬২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন