এক মাইরেই হেফাজত নাই
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০৫ মে, ২০১৫, ০৩:১৪:৩৬ দুপুর
ভুলিনি ৫-৬মের সেই
কালো রাতের কথা,
মনে হলেই বুকের মাঝে
করে চিনচিন ব্যথা।
শহীদের রক্তে ভেসেছিল
শাপলা চত্বর নামক রাস্তা,
লাশ গুম করেছিল কুকুরেরা
ভর্তি করে শত শত বস্তা।
তারা গিয়েছিল নবীজির
সম্মান রক্ষা করতে,
কিন্তু সেদিন তাদের নির্মমভাবে
হয়েছিল শহীদ হতে।
তাদের তো প্রসন্ন ভাগ্য
কারণ শহীদ হয়েছে তারা,
পোড়া কপাল আমাদের
তাদের রক্তের সাথে বেঈমানি করছি আম্রা যারা।
কোন লক্ষ্যণ নেই প্রতিশোধ নেয়ার
সবাই চেষ্টায় আছে নিজেদের হেফাজত করার,
হেফাজত যেন বিলীন হয়ে গেছে
পাচ্ছে ওরা ভয় মরার।
শহীদের রক্তের সাথে
হেফাজত করছে বেঈমানী,
সময় আছে এখনো ময়দানে নামো
চেতনা নিয়ে ঈমানী।
জিহাদ জিহাদ চাই
এক মাইরেই হেফাজত নাই !
বিষয়: বিবিধ
১০৫৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমতকার।ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন