রক্ত বৃথা যেতে দিব না
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৬ এপ্রিল, ২০১৫, ০৯:৪১:২৬ সকাল
ছাড়বো না মোরা
কাউকে ছাড়বো না,
মোদের ভাইদের রক্ত
বৃথা যেতে দিব না।
এদেশের বাকশালীরা
রক্ত ঝড়িয়েছে যাদের,
এক ফোটা রক্তও
বৃথা যেতে দিব না তাদের।
যারা শহীদ হয়েছে
ধর্মের সম্মান করতে গিয়ে,
আমরাও লড়াই করবো
ওদের প্রেরণা নিয়ে।
রক্ত যা যাবে যাক
প্রয়োজনে সব রক্ত দিব ঢেলে,
সব হিসাব আদায় করবো
সবগুলীকে মারবো রাস্তায় ফেলে।
আমরা বীরের জাতী
কাউকে করিনা ভয়,
আল্লাহ আছেন মোদের সাথে
হবেই হবে মোদের জয়।
বিষয়: সাহিত্য
১৬০৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ নায়ক ভাইয়া
মন্তব্য করতে লগইন করুন