ফারাবী ভাইয়ের মুক্তি চাই
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০৩ মার্চ, ২০১৫, ১১:০৫:৩৮ সকাল
মুক্তি চাই , মুক্তি চাই
ফারাবী ভাইয়ের মুক্তি চাই।
এক ফারাবীকে গ্রেপ্তার করে
শত ফারাবীকে চায় থামাতে।
এক দফা এক দাবী
ফারাবীর মুক্তির দাবী।
ফারাবী ইসলামের পক্ষে
কলম ধরতো বলে,
নাস্তিক সরকার থামাতে
চাচ্ছে তাকে।
নাস্তিক অভিজিৎ
কুকুরের সমান,
তার জন্য কেন
ফারাবীর অপমান?
ইসলামকে যখন হেও করছিল
নাস্তিক অভিজিৎ কুত্তা ,
তখন কোথায় ছিলি হাসিনা
মারি তোর গালে জুতা।
তোর সোনার ছেলেরাই
কুপিয়ে মেরেছে অভিজিতকে,
মাঝখান থেকে ফাসাচ্ছিস
মোদের ফারাবীকে।
ফারাবীকে মুক্তি দে
যদি ভালো চাস,
তা না হলে কদিন পর
ঢুকবে তোদের পাছায় বাঁশ।
বিষয়: বিবিধ
১১৮৩ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আরো একমত যে - ফরাবী হারলে বাংলাদেশ হারবে।ধন্যবাদ।
ফারাবীর মুক্তি প্রত্যেক বিবেকবান মানুষই চাইবে! আমরা মজলুম ফারাবীর নিঃশর্ত মুক্তি চাই!!
মন্তব্য করতে লগইন করুন