শিবির
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০৬ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:১০:৪০ সকাল
সাহসী সন্তান তোমরা
তোমরাই বাংলার বীর,
তোমরাই পারবে আনতে বিজয়
নাম তোমাদের শিবির।
হয়েছিল এই দিনে
তোমাদের দলের প্রতিষ্টা,
শুধু তোমাদের দলেই আছে
সাহস ঐক্য আর ন্যায়-নিষ্টা।
তোমরাই তো নিয় আসবে
এদেশে ইসলামের বিজয়,
তোমাদের নাম শুনলেই
নাস্তিক-মুরতাদরা পায় ভয় ।
দ্বীনের জন্য বিদায় দিয়েছ
তোমরা শান্তির জীবনকে,
নিজেদের রক্ত ঢেলে দিচ্ছ
বিজিত করতে ইসলামকে।
রক্ত যাবেনা বৃথা তোমাদের
পতন হবেই ইনশাআল্লাহ শয়তানদের।
তোমাদের পেয়ে গর্বিত
তোমাদের মা-বাবা,
তোমরাই তো একেক করে
মারবে দুশমনদের মরন থাবা।
তোমরাই এমন যুবক
যারা পড়নি দুনিয়ার মোহে,
তোমরাই এমন যুবক
যারা শান্তিতে ঘুমাতে পারো না ঘরে।
তোমাদের ভয় পায় বলেই
করে তোমাদের এতো জুলুম,
মনে রেখ খোদার প্রিয় বান্দা
আমরা যারা মাজলুম।
খোদার কাছে আমার
একটা চাওয়া,
বাংলার যমীনে উড়াতে পারো
যেন তোমরা দ্বীনের পতাকা।
এগিয়ে চলো তোমরা
তোমাদের সাথে আছেন আল্লাহ,
চিন্তা করো না ভাইরা
বিজয় তোমাদের হবে ইনশাআল্লাহ।
বিষয়: বিবিধ
৮৯৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
তোমরাই বাংলার বীর,
তোমরাই পারবে আনতে বিজয়
নাম তোমাদের শিবির
অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন