চাচাতো ভাই মোর ষ্টাইলিশ
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২৭ ডিসেম্বর, ২০১৪, ১১:২৯:৩৭ রাত
অাজ-কালের বাচ্চারাও স্টাইল কম জানেনা। সবই যুগের হাওয়া। যুগের তালে তালে বদলে গেছে সবকিছু। অাগের যগের যুবকরা যা চিনেনি , এ যুগের বাচ্চারা তা করতেও পারে।
চাচাতো ভাই সাইদ। এখনো ভালো করে কথা বলতে শিখেনি। কিন্তু ছবি তোলার সময় ষ্টাইল করতে জানে। ছোট বাচ্চার ছবি তোলার ফ্যাশন দেখে অবাক না হয়ে পারি না।
তাই ভাইটির কিছু ছবি নিয়ে দেয়া অামার এই পোস্ট।
সাবধান ! ছবিগুলো দেখে কোন ব্লগার কন্যা অাবার প্রেমে পড়বেন না....
বিষয়: বিবিধ
১২৬১ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রূপবানের দিন নাই নায়ক ভাইয়া ।
ধন্যবাদ নায়ক ভাইয়া ।
ছবি দেখে মনে হচ্ছে, এই ছেলে একদিন দেশের নেতা হবে।........
>-
নায়কের চাচাতো ভাই নায়ক
অামি নায়ক নামের ফুট্টুস.....
পিচ্চি যে স্টাইল করে তা অামি হয়তো জানি-ই না।
ওরে দেখাইয়েন না।
মন্তব্য করতে লগইন করুন