শীতের কথা
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২৪ ডিসেম্বর, ২০১৪, ১২:১৯:২৯ দুপুর
চলছে এখন শীতের সময়
বাড়ছে প্রকোপ দিন দিন,
চতুর্দিকে হিম কুয়াশা
লাগছে গায়ে শিন শিন।
দুর্বাঘাসে শিশির কণা
করছে দেখি ঝিকঝিক,
রবি অালো ছড়ায় ভালো
নিজের অালো চতুর্দিক।
বাঁশের ঝাঁড়ে পুচ্ছ নাড়ে
শীতের দোয়েল টুনটনি,
পাগল করা হৃদয় কাড়া
উদাস মনের গান শুনি।
কার ইশারায় শীত অাসে যায়
জানতে অামার নেই মানা,
সৃষ্টি যে সব তিনি যে রব
তিনিই মালিক রাব্বানা।
বিষয়: সাহিত্য
১৩০৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুকরান জামীলা...
মন্তব্য করতে লগইন করুন