মোবাইল ফোন..
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০৯ ডিসেম্বর, ২০১৪, ১০:৪৪:৫৯ সকাল
জগতবাসীর হা্তের মুঠোয়
এলো মোবাইল ফোন,
হ্যালো মিস্টার কেমন অাছেন?
বাজে হরেক টোন।
দেশ-বিদেশের খবর এখন
দ্রুত জানা যায়,
অাগের মত ডাক বিভাগে
চিঠি-পত্র নয়।
কৃষক-শ্রমিক,শিক্ষক ছাত্রের
মোবাইল এখন সাথে,
অাসামী বলে পুলিশ মামা
ঘুষের টাকা হাতে।
নিয়োগ বোর্ডের কর্মকর্তা
থাকেন অপেক্ষায়,
বড় সাহেবের মোবাইল ফোনে
চাকরী হয়ে যায়।
বিষয়: বিবিধ
১০৫১ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পড়োবাড়ীর ......ঐ লেখাটাও পড়ছিলাম|ভাল হয়েছে ভাইয়া| কিন্তু লগইন না করে পড়াতে মন্তব্য করতে পারি নাই|এখন ভাল লাগা জানিয়ে গেলাম| হবে তো ? না ওটাতে কমেন্ট করতে হবে?
নায়ক ডাকলে ভালই লাগে..
ধন্যবাদ মন্তব্য করার জন্য।
প্রযুক্তির এই সুন্দর অবদান কে অপব্যবহারের মাধ্যমে জনজীবন বিপর্যস্ত্য করার ধান্ধায় থাকে সব সময় কিছু লোক!
অনেক ধন্যবাদ আপনাকে!!!
মন্তব্য করতে লগইন করুন