শীতের অাগমন...
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০৭ ডিসেম্বর, ২০১৪, ১২:১২:৩৮ দুপুর
পৌষের হাওয়া উত্তরে বয়
নীরবে যায় বলে ,
লেপ কাঁথা জোগাড় কর
শীত অাসছে চলে।
গাঁয়ের চাষী ধান কাটে
বলছে মনে মনে ,
পিঠা-চিড়ার সময় এল
শীতের অাগমনে।
দোয়েল পাখি খেজুর গাছে
শীষ দিয়ে যায় মেতে,
খেজুর গাছে রস জমেছে
রসের পিঠা খেতে।
বিষয়: সাহিত্য
১৬০৪ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
অামরা বেশী করে খেলে অাপনাদের পেট ভরে যাবে নাকি!
ছবি সংযোজন ও কাব্যিকতায় শীতের সুন্দর আয়োজন! শীত মৌসুমে বেড়াতে আসবো ইনশা আল্লাহ!!
খুব ভালো লাগ্লো...
মন্তব্য করতে লগইন করুন