অামার পৃথিবী......
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ৩০ নভেম্বর, ২০১৪, ১০:৫০:১০ সকাল
নিবিড় অাঁধারে পরিপূর্ণ পৃথিবী অামার,
স্মৃতির পাড় ধরে উদাস দৃষ্টি মেলে
জীবনের দিকে তাকাই বার বার।
কোথায়ও কিছু নেই
শুধুই হতাশার অন্ধকার,
তবু অামি খোঁজে চলি
রুপালী জোসনার।
অামি চাই সোনালী সূর্য উদিত হয়ে
দূর করুক অমানিষা রাতের,
সুরভিত ফুলের সুবাসে
সব ব্যথা মুছে যাক হৃদয়ের।
বিষয়: সাহিত্য
১১৩০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাতের আধারের গভীরতার পরেই সম্ভাবনার সোনালী সুব হে সাদিক উদয় হয়!! নো চিন্তা.....
শুধুই হতাশার অন্ধকার,
তবু অামি খোঁজে চলি
রুপালী জোসনার।
খুঁজুন খুঁজতে থাকুন পাইলেও পাইতে পারেন অমূল্য রতন
রাতের আধারের গভীরতার পরেই সম্ভাবনার সোনালী সুব হে সাদিক উদয় হয়!! নো চিন্তা.....
রাতের আধারের গভীরতার পরেই সম্ভাবনার সোনালী সুব হে সাদিক উদয় হয়!! নো চিন্তা....আমার ও মনে হয় ।
কবিতা ভাল হয়েছে ভাল লেগেছে ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন