রক্তের বন্যায় মুসলিম জাহান-২
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৯ জুলাই, ২০১৪, ১২:০৪:২৩ রাত
বিশ্বব্যাপী মুসলিম জাহানে
ইহুদী-খৃষ্টানী ষড়যন্ত্র চলছে ইসলাম
ও মুসলমানদের নিয়ে।
যে ষড়যন্ত্রের একটি উর্বর ভূমি হিসেবে বাংলাদেশকেও টার্গেট করা হচ্ছে।
তাই এই ষড়যন্ত্রে মুসলিম বিশ্বকে সজাগ দৃষ্টি রাখতে হবে সর্বক্ষণ।
দেশের স্বার্থের দোহাই দিয়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা নতুন কিছু নয় ।
বরং যুগ যুগ ধরে এই ষড়যন্ত্রের ধুম্রজাল বুনে এসেছে যদিও , তার পতন ঘটেছে এবং ঘটবে অনিবার্য।
কারণ , ইসলাম সূচনা কাল থেকেই প্রমাণিত আছে যে, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতে এসে আল্লাহর গজব থেকে রেহাই পায়নি এবং পাবেও না।
কেননা, ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম ও সকল মানব গোষ্টীর জীবন ব্যবস্থা।
এতে মানব জাতির জীবন পরিচালনার সকল গাইড লাইন যগানো রয়েছে।
এপথ থেকে কেউ সরে পরলে, সে ইহকাল ও পরকালের জন্য বিপথগামী।
তাই নিজেকে সভ্যতায় প্রকাশ পেতে হলে, ইসলামকে সঠিকভাবে অনুসরণ করার মাধ্যমে মহান আল্লাহর মনোনীত বান্দা হিসাবে আত্মপ্রকাশ করা উচিত।
১ম পর্বঃ-
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/7622/estiak/49465#245802
বিষয়: বিবিধ
১১৪৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন