হায়রে মুসলিম যুবক
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৬ জুলাই, ২০১৪, ০৮:১৫:০৬ রাত
হায়রে মুসলমান !!
ইফতারের আগ মুহুর্ত, সময় যেন যাচ্ছেনা। তাই ভাবলাম বাহিরে গিয়ে আশেপাশে একটু ঘুরে আসি।
বাসার গেইট থেকে বের হলাম, বের হয়ে কিছুদূর নিরিবিলি একটা জায়গায় গেলাম। যাওয়া মাত্র দেখলাম এক অবাক কান্ড। এলাকার কিছু যুবক যাদের বড় ভাই বলে ডাকি , সম্মানও করি। সবাই পড়া লেখা করে। তারা মাঠে ফুটবল খেলে ফিরছে , সবাই হাফ প্যান্ট পড়া। সমস্ত শরীর মাটিতে এমন অবস্থা হইছে যে ভালো করে চিনাই যাচ্ছেনা।
তো কথা সেটা না , কথা হলো যা দেখে আমি অবাক হলাম। ওদের সবার হাতে ঠান্ডা পানীয়। হাঁটছে আর পান করছে। অথচ কোন অমুসলিমকেও রমযান মাসে এভাবে প্রকাশ্যে খুব একটা খেতে দেখা যায় না।
তখন ভাবতে লাগলাম এরাই কি মুসলিম যুবক? কেন এদের এ অবস্থা? ওদের ভিতরে জাহান্নামের বিন্দুমাত্র ভয় কি নেই? একটা মাস দিনে উপবাস থাকার মতো শক্তি কি ওদের নেই?
হঠাৎ একজনের কথায় সম্ভতি ফিরে পেলাম,
বলছে কি খবর ইশতিয়াক ! তোমাকে তো আজকাল তেমন একট দেখা যায়না কোথায় থাকো তুমি?
আমি বললাম কই বাসায়ই তো থাকি।
তখন আরেকজন বলল, ইশতিয়াক ! রোযা রাখ? নেউ স্পীড (এনার্জী ড্রিংকের নাম) খাও।
তখন আমার রাগে মন চাচ্ছিল শালাদের ধরে কিছু দেই..... কিন্তু তা সম্ভব না।
তাই কিছু না বলে শুধু বললাম যে, রোযা রাখার মতো শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন। রোযা না রাখলে মুসলিম বলে পরিচয় দেওয়াই ঠিক না। তারঃপর ওদের আর কিছু বলার সুযোগ না দিয়ে বাসায় চলে আসলাম। আর বারবার ওদের কথা ভাবতে লাগলাম। বাসায় আসা মাত্র আযান পড়ল। তাই ইফতার করতে বসে পড়লাম।
আল্লাহ ওদের হেদায়াত দান করুন। আমীন
বিষয়: বিবিধ
১২৩০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার ভাবি কিরাম আছে?
মন্তব্য করতে লগইন করুন