শবে বরাতে করনীয় ও বর্জনীয়

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৩ জুন, ২০১৪, ০৯:৩৫:০০ সকাল

শবেবরাত বা ‘লাইলাতুল বরাত’ এ

ইবাদত-বন্দেগির মধ্যে নিমগ্ন থাকা প্রতিটি ধর্মপ্রাণ মোসলমানের প্রধান কাজ। এই রাতের সূচনাতেই অর্থাৎ

সূর্যাস্তকালে গোসল করা অত্যন্ত

সওয়াবের কাজ। অতঃপর মাগরিবের নামাজ পড়ে তাসবিহ-তাহলীল পাঠ করলে অনেক সওয়াব পাওয়া যায়।

এশার নামাজ পড়ে (বিতরের নামাজ বাকি রেখে) দুই রাকাত নিয়তে নফল নামাজ পড়তে পারেন। এর মাঝে কিছুক্ষণ পর পর দোয়া করবেন, দরুদ শরিফ পড়বেন,

ক্বোরআন তিলাওয়াত করবেন। সেই সঙ্গে বেশি বেশি করে কাজ্বা নামাজগুলো আদায় করবেন। এভাবে পূর্ণ ফজিলতের আশায় সারারাত ইবাদাতের মাধ্যমে কাটিয়ে দিতে হবে। এ রাতে তওবা-ইস্তেগফার করা, আল্লাহর কাছে নিজের প্রয়োজন মেটানোর জন্য

আকুতি জানানো এবং জীবিত ও মৃতদের পাপরাশি ক্ষমা লাভের জন্য প্রার্থনার উৎসাহ প্রদান করা হয়েছে। এ রাতে নামাজ, কোরআন তিলাওয়াত, কবর জিয়ারত ও

পরদিন নফল রোজা রাখার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভে সক্ষম হয় এবং ব্যক্তিজীবনে এর বাস্তব প্রতিফলন ঘটে।

নবী কারিম (সা.) নিজেও এ রাতে কবর জিয়ারত করতেন এবং ইবাদতে নিমগ্ন হতেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন,যে ব্যক্তি শাবান মাসের ১৫ তারিখে রোজা রাখবে, দোজখের আগুন তাকে র্স্পশ করবে না।’ (আবু দাউদ)

শবেবরাতে বর্জনীয়:

শবে বরাতে করণীয় আমলের

সঙ্গে কতগুলো বর্জনীয় বিষয়ও সম্পৃক্ত আছে। এ রাতে অপব্যয়

না করে এবং আতশবাজিতে অনর্থক অপচয় না করে সে অর্থ মানব কল্যাণকর কাজে বা গরীব-মিসকিনের মধ্যে দান-সাদকা করা অনেক সওয়াব ও বরকতের

কাজ। শবেবরাতে আতশবাজি নয়,

বরং ক্ষুধা ও দারিদ্রপীড়িত দেশ ও

জাতিরকল্যাণ কামনা করতে হবে।

প্রকৃতপক্ষে শবেবরাতের বৈশিষ্ট্য

অনুষ্ঠানের আড়ম্বরতার মধ্যে নয়,

বরং চরিত্রের সাধনার মাধ্যমে দয়াময়ের করুণা লাভের আন্তরিক প্রয়াসই এর অন্তর্নিহিত কাজ।

এ রাতে অহেতুক আলোকসজ্জা করা, তারাবাতি জ্বালানো,

আতশবাজি পোড়ানো,

পটকা ফোটানো প্রভৃতি শরিয়ত গর্হিত কাজ। এতে অপসংস্কৃতির সঙ্গে যেমন সাদৃশ্য তৈরি হয়, তেমনি ইবাদতে যথেষ্ট বিঘ্ন ঘটে।শিশু-কিশোর ও তরুণ-তরুণীদেরএ বিষয়ে সর্তক করা অবশ্যই কর্তব্য। প্রকৃতপক্ষে শবেবরাত উপলক্ষে আমাদের দেশে ধর্মপ্রাণ জনগোষ্ঠীর মধ্যে এক অভূতর্পূব জাগরণ সৃষ্টি হয়। ঈমানদার মানুষের মধ্যে অতুলনীয় একধর্মীয় অনুভূতি ও চেতনা পরিলক্ষিত হয়। এ রাতে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করাই বান্দার একমাত্র কর্তব্য। তাই সৌভাগ্য আর রিজিক বরাদ্দের, জীবন-মৃত্যুর দিনক্ষণ নির্ধারণের রজনীতে মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে সর্বপ্রকার গোঁড়ামি ও শিরক থেকে পরিত্রাণ লাভের প্রার্থনা করা উচিৎ। আল্লাহ পাক যেন মুসলিম জাহানের সুখ-শান্তি ও কল্যাণের জন্য তার রহমতের দরজা সারা বছরইখুলে রাখনে—এটাই হোক আমাদের প্রার্থনা।

বিষয়: বিবিধ

২০৯১ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234469
১৩ জুন ২০১৪ সকাল ১০:৫৫
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন :

সবাইকে শবে বরাতের শুভেচ্ছা । কাল দিবাগত রাত শবে বরাত । হাদিসের পরিভাষায় এই রাতটিকে বলা হয় "লাইলাতুন্ নিসফু মিন সাবান" অর্থাৎ সাবান মাসের মাঝের রাত বা সাবান মাসের পনেরতম রাত । এই রাতটিকে আমরা শবে বরাত বলে থাকি । কারণ বাংলাদেশসহ সারা ভারত ও পাকিস্তানে প্রায় এক হাজার বছর রাষ্ট্র ভাষা ছিল ফার্সি ভাষা । ইংরেজরা ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ বা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের পর ফার্সি ভাষার পর রাষ্ট্রভাষা ইংরেজী চালু করে । ফার্সি ভাষায় শব শব্দের অর্থ রাত আর বরাত শব্দের অর্থ পবিত্রতা, মুক্তি । সুতরাং শবে বরাত শব্দের অর্থ হলো পবিত্রতার রাত বা মুক্তির রাত বা নাজাত লাভের জন্য নতুনভাবে উজ্জিবীত হওয়ার রাত ।

বিস্তারিত জানার জন্য সবাইকে এই লেখাটা পড়ার আহবান জানাচ্ছি :

http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/1864/fakhrul/47205
234470
১৩ জুন ২০১৪ সকাল ১১:১২
মেঘ ভাঙা রোদ লিখেছেন : জানলাম শিখলাম বুঝলাম কিন্তু মানতে পারি কম কম। তবে চেষ্টা করবো মানার জন্য।
234517
১৩ জুন ২০১৪ দুপুর ০৩:২৫
আনসারী১৪ লিখেছেন : শাবান মাসের ১৫ তারিখে রোজা রাখার হাদিস কোথায় পেলেন?যেটা হাদিসে আছে তা আইয়ামে বীজের রোজা যা প্রতি মাসে রাখতে হয়।
১৩ জুন ২০১৪ রাত ০৮:৩৬
181262
তারেক_১৩৭ লিখেছেন : শবে বরাতের দিনে রোযা রাখা - হাদীসের সনদ বিশ্লেষণ এবং মুহাদ্দিসীনে কেরামের মতামত

http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9146/Tarek_ctg/47241#.U5sL6Sjzu5c
234520
১৩ জুন ২০১৪ দুপুর ০৩:৩৩
সিটিজি৪বিডি লিখেছেন : শবে বরাত উপলক্ষে আজ বিভিন্ন পত্রিকায় শবে বরাতের গুরত্ব ও ফজিলত সম্পর্কে বিশেষ কলাম ছাপা হয়েছে। আগামীকাল সরকারী ছুটি। শবে বরাত উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেলে আলোচনাও করা হবে। বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা শবে বরাত যথা পালন করে। শবে বরাত উপলক্ষে এশার নামাযের পর নফল ইবাদত করে। কোরআন তেলোয়াত করে। কবর জিয়ারতও করে। গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটিও করে। সারারাত ইবাদত করতে গিয়ে যাতে কষ্ট না হয় সে জন্য একটু বেশীই খেয়ে থাকে। কেউবা দান সদকাও করে। কিন্তু কিছু কিছু ভাই-বোন শবে বরাত নিয়ে খুব বেশী মাতামাতি করছে। তাদের স্টাটাস পড়ে মনে হয় শবে বরাত পালন করা মহা অন্যায়।
১৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
181227
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : শবে বরাত সম্পর্কে একাধিক সহীহ হাদীস আছে। অর্থাৎ, সহীহ হাদীস দ্বারা এটা প্রমাণিত। ইসলামের বিধি-বিধান নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না।
234562
১৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : শবে বরাত বলতে যা দেখা যায় তবারক খাওয়ার ফন্দি ,,অনেক ধন্যবাদ
234577
১৩ জুন ২০১৪ রাত ০৮:৩৬
তারেক_১৩৭ লিখেছেন : শবে বরাতের দিনে রোযা রাখা - হাদীসের সনদ বিশ্লেষণ এবং মুহাদ্দিসীনে কেরামের মতামত

http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9146/Tarek_ctg/47241#.U5sL6Sjzu5c
234600
১৩ জুন ২০১৪ রাত ১০:০১
প্রবাসী মজুমদার লিখেছেন : শবে বারাত পালন সম্পর্কে কি কোন কোরান হাদিসের দলিল আছে? দ্বিতীয়ত ফরজের চেয়ে এটিকে বেশী মুল্যায়ন করা কি বাড়াবাড়ি নয়? যে জাতি ফরজের খবর রাখেনা সে জাতি রাষ্ট্রীয় ভাবে এদিনে ছূটি দিয়ে মুলত মুসলমানদের সস্তা সমর্থণ আদায় করার জন্যই এমনটি করে থাকে। যাইহোক। ধন্যবাদ।
234671
১৪ জুন ২০১৪ সকাল ১১:৪৭
আফরা লিখেছেন : শবে কদর, শবে মেরাজ সম্পর্কে কিছু জানি শবে বরাত সম্পর্কে তেমন কিছু জানি না ।
235185
১৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আমাগো পাড়ার এক হুজুরের মুখে হুনলাম শবে বরাতের নাকি কুনো শরয়ী গুরুত্ব নেই। আসলে কথাডা কি হাঁচা
এই হুজরডা কি যেন কইতেছিল।
১০
235930
১৭ জুন ২০১৪ রাত ০৮:৪৪
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : পড়তে অনেক লেট হয়ে গেল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File