শ্রদ্ধেয় আবুল আসাদ সাহেবের লিখা সাইমুম সিরিজ আমার প্রিয় বই
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১০ জুন, ২০১৪, ১২:২৫:১৬ দুপুর
আমার প্রিয় লেখক , দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক , জনাব আবুল আসাদ সাহেবের লিখা সাইমুম সিরিজ। যতই পড়ছি ততই মুগ্ধ হচ্ছি।
জানিনা কি যাদু আছে উনার হাতের কলমে। আল্লাহ উনাকে হায়াতে তয়্যিবাহ দান করুন। আমিন
এই সিরিজের ৫২টি বই পড়ে শেষ করেছি। এখন ৫৩ নং বই পড়ছি।
‘সাইমুম সিরিজ’শ্রদ্ধেয় ‘আবুলআসাদ’কর্তৃক লিখিত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সিরিজ। অন্য সিরিজের মত এটা শুধু থ্রিলার সিরিজ নয়। একজন পাঠক ইতিহাস, ভুগোল, বিভিন্ন দেশের সংস্কৃতি বিশেষ করে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, ইসলামী বিশ্ব, বিভিন্ন দেশে মুসলিমদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে পারে এই সিরিজ পড়ে। পাঠককে রোমাঞ্চিত করার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য ও শিক্ষামূলক জ্ঞানের মাধ্যমে পাঠকের মনের মধ্যে নৈতিক চিন্তাধারার বিকাশ ঘটানো এবং তার মাঝে ক্রমে ক্রমে মনুষ্যত্ব এবং শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করার ভাবনাকে সুসংহত করার লক্ষ্য নিয়ে লেখা এই সিরিজটি। এই সিরিজ একজন পাঠকের হৃদয়ে ঈমানের আলো প্রজ্জ্বলিত করে। শ্রদ্ধেয় আবুল আসাদ ১৯৭৬ সালে ‘অপারেশন তেলআবিব-১’এর মাধ্যমে এই সিরিজের সূচনা করেন।
আমাদের মুসলিম উম্মাহর নতুন প্রজন্ম ইসলাম বিদ্বেষীদের বিভিন্ন ধরণের অসুস্থ সংস্কৃতি তথা অশ্লীল নোভেল নাটক ও সিনেমার জালে আটকা পড়ে যাচ্ছে। তারা ইসলাম বিদ্বেষীদের হাজারো পাতা ফাদে আটকে পড়ে নিজেদের মুসলিম স্বকীয়তা ভুলতে শুরু করেছে। অসুস্থধারার সিনেমা ও উপন্যাস যখন নতুন প্রজন্ম বিশেষ করে যুব সমাজকে ধ্বংসের অতল গহ্বরের দিকে ধাবিত করছিল ঠিক সেই নাজুক মুহুর্তে যুব সমাজের কাছে নিজেদের স্বকীয়তাকে ধরে রাখার উপর গুরুত্ব দিয়ে যুগের অকুতোভয় সিপাহসালাররা এগিয়ে এসেছেন সুস্থ ধারার সংস্কৃতি গান, উপন্যাস ও নাটক নিয়ে।
https://m.facebook.com/story.php?story_fbid=1442224326031554&id=100007320001292&refid=48
বিষয়: বিবিধ
৩৭০২ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বেশ কয়েক বছর ধরে বিভিন্ন ব্যস্ততার কারণে এ সিরিজের বইগুলো ইদানিং পড়ার সুযোগ হয় না। সম্ভবত আমি ৩৭ কি ৩৮ নম্বার পর্যন্ত পড়েছিলাম। বাকীগুলো পড়া হয়নি। তবে এ সিজিরে বইয়ের প্রতি আমার বরারবই দুর্বলতা রয়েছে। আমার আইডির নিক নামটাও এ এখান থেকেই নেয়া।
জাযাকাল্লাহ খাইর।
মন্তব্য করতে লগইন করুন