বাতিলের মোকাবেলার জন্য পূর্ণ প্রস্তুতির প্রয়োজন রয়েছে
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২২ মে, ২০১৪, ১২:২৫:৪০ রাত
আসুন ! আমরা অবতীর্ণ হই নতুন সংগ্রামে। একাত্তরে আমাদের সংগ্রাম ছিল ভিনদেশী দুশমনদের জুলুম-শোষণ,আগ্রাসনের বিরুদ্ধে।
ওদের শোষণ শাষনের অক্টোপাশ থেকে দেশকে মুক্ত করারসংগ্রাম।
এবারের সংগ্রাম হবে, ক্ষুদার বিরুদ্ধে,দারিদ্র্যের বিরুদ্ধে।
শোষক পুঁজিবাদের বিরুদ্ধে , ভন্ডামী ও নাস্তিকতার বিরুদ্ধে, সুবিধাবাদী মুনাফেক
শাষক শোষকের বিরুদ্ধে, ঘুসখোর সুদখোরক্ষমতালোভী রাজনিতীবিদদের বিরুদ্ধে,
অপ-সংস্কৃতি ও অশ্লীলতার বিরুদ্ধে,
ছাত্র রাজনিতীর নামে
চর দখলের সশস্ত্রমহড়ার বিরুদ্ধে।
এ যুদ্ধ হবে ঙানে গুণে, বিঙান-প্রযুক্তিতে সামাজিক সচেতনায় দেশ গড়ার যুদ্ধ। আর এ যুদ্ধে ইসলাম হবে আমাদের আদর্শ। কেননা মানব রচিত মতবাদের দ্বারা কখনো মানুষের প্রকৃত মুক্তি আসবে না।বাংলাদেশের বিগত দিন তারই প্রমাণ।
আসুন ! আমরা শপথ করি প্রচলিত এ সমাজ ভেঙ্গে নতুন করে ইসলামী সমাজ গড়ার । প্রভাত ফেরি করে নয়, আদর্শ সমাজ বিনির্মাণের প্রতিঙায়। বৃহত্তর জাতীয় স্বার্থেই এই প্রেরণার জাগরণ আজ অপরিহার্য।
এর জন্য প্রয়োজন দীর্ঘায়ূ আশা জলান্জলী দেয়া; কেননা কাপুরুষ কখনো সামনে বাড়তে পারেনা। জীবনের মায়া তাকে পিছু হটিয়ে দেয়। বাতিলের মোকাবেলার জন্য পূর্ণ প্রস্তুতির প্রয়োজন রয়েছে। প্রস্তুতি না নিয়ে শুন্যহাতে ময়দানে ঝাঁপিয়ে পড়লে চলবেনা।কেননা মোকাবেলার জন্য পূর্ণ প্রস্তুতির অতি প্রয়োজন, নতুবা এটা বাতিলের সামনে আত্মসমর্পন হয়ে যাবে। এর মাধ্যমে ইসলাম ও মুসলমানদের কোন ফায়দা তো হবেইনা, শুধু নিজের জীবন বিলীন করা হবে।প্রস্তুতি নিয়ে স্বতঃস্ফূর্তভাবে মোকাবেলা করলে সহজেই বাতিল ধ্বংস হবে। এবং সফলতা আমাদের আলিঙ্গন করবে।এজন্য চেষ্টা-সাধনার প্রয়োজন রয়েছে।
বিষয়: বিবিধ
১০০০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর বলেছেন। এটাই হওয়া উচিত আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা।
মন্তব্য করতে লগইন করুন