সেই বাগিচায় এখন কোন ফুলও ফুটে না,কোন ফুলকুড়িরও আর উন্মেষ ঘটে না
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২১ মে, ২০১৪, ১২:৩৭:৫৯ রাত
পুষ্প-পল্লবে বাগিচা যখন সুশোভিত ছিল,তখন বুলবুলি ও পাখীদের গীত-কলরবে তা ছিল মুখরিত। কিন্তু নার্গিস ফুল যখন তার ফুটন্ত শোভা বিস্তার করল তখন বাগিচায় কিছু গুল্মকাটা ছাড়া তার সঙ্গী আর কেউ ছিল না।
মালি তাকে কেঁদে কেঁদে স্মৃতিগাঁথা শোনাল- এখানে ফুলেরা হেসে লুটোপুটি খেত, এখানে ফুটত গোলাপ-কলি।
আমাদের অবস্থাও এখন সেই মালির মত- আমরা এই বাগিচার সতেজ-শ্যামল রুপ কখনো দেখিনি। এখন আপনারা যা দেখছেন , চক্ষু উন্মিলনের পর হতে আমরাও তাই দেখে আসছি। ফলে বাগিচার ধূসর-মলিন চেহারা দেখেও কারো হৃদয় সামান্য ব্যথিত হয় না। কারো মনে হাহাকার নেই, কেউ দু’ফোটা অশ্রুও ফেলে না।
মুসলমানরা আজ যেই দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে, এ অবস্থায়ই যদি তাদের মৃত্যু ঘটে, তাহলে তাদের যে কি ভয়াবহ পরিণতি হবে তা ভেবেও কুলকিনারা করা যায় না। আরো দুঃখজনক হল, এই দুর্দশার জন্য কারো মনে সামান্য চিন্তা , দুঃখ বা বিচলিত ভাব নেই।
এক মুসলমান আরেক মুসলমানকে নির্দ্বিধায় হত্যা করছে, মুসলমানের উপর মুসলমান জুলুম করছে,অন্যায়-অবিচার করছে, কোন পরওয়া নেই। আখেরী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তঝরা মেহনত কী এই উদ্দেশ্যেই ছিল ! কালিমা কী এতোই সহজ ! দ্বীন কী এতই সস্তা !!
শুধু মাসলাক ও মতাদর্শের পার্থক্যের কারণে মুসলমান মুসলমানের ইজ্জত-ইহতিরাম নির্মমভাবে দু’পায়ে দলিত করে চলেছ। মুসলমানদের এই পারস্পরিক হিংসা-বিদ্বেষ ইসলামের সবুজ-শ্যামল বাগিচাটি এমন করুনভাবে দগ্ধ করে দিয়েছে যে, তাতে শ্যামল কিশলয়ের সামান্য আভাস পর্যন্ত আর দৃষ্টিগোচর হচ্ছে না।
সেই বাগিচায় এখন কোন ফুলও ফুটে না, কোন ফুল কুড়িরও আর উন্মেষ ঘটে না। ফুলে-ফলে সবুজ বাগিচা যদি কোন কারণে বিরাণ হয়ে পড়ে, অথবা ফল-ফসলে পূর্ণ শষ্যক্ষেত যদি আচমকা কোন দুর্যোগে বিনষ্ট হয়ে যায়,তাহলে সেই বাগানের মালি এবং বিনষ্ট ক্ষেতের মালিকই বলতে পারবে তাদের হৃদয় কী দুর্দম বেদনায় মথিত হতে থাকে।
আমরা মুসলমানরাও ঠিক তেমনি ইসলাম নামের বাগিচাটি বিরান ও বিনষ্ট করে বাগানের মালি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে বেদনার্ত করছি।
দ্বীনের বাগানে আগুন তো পূর্ব থেকেই লেগে আছে। তা নেভানোর চেষ্টার বদলে মানুষ কেবল সে আগুন উস্কে দিচ্ছে। এখানে তো প্রয়োজন এমন লোকের যারা সযত্ন-পরিচর্যায় বাগানের শ্যামলতা ফিরিয়ে আনবে। অথচ বাগান বিনষ্টকারীরাই এসে উপস্থিত হয়েছে।
বিষয়: সাহিত্য
১১৪২ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার । অসাধারণ । স্বাগতম । অনেক ধন্যবাদ । %%
মন্তব্য করতে লগইন করুন