আমাদের কেউ আজ মুসলমান হিসাবে পরিচিত নয়
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৩ মে, ২০১৪, ১১:০৫:২১ রাত
দুঃখজনক হলেও সত্য যে, আমাদের মধ্যে অর্থ-সম্পদ উপার্জনের মোহ
এমন অতি মাত্রায় বৃদ্ধি
পেয়েছে যে, আজ আমরা আমাদের
ইসলামী পরিচয় হারিয়ে ভিন্ন পরিচয় ধারণ করেছি। আমেদের কেউ আজ আর মুসলমান হিসাবে পরিচিত নয়, বরং কারো পরিচয় ব্যবসায়ী হিসেবে। কেউ আড়তদার হিসাবে পরিচিত। কারো পরিচয় ইনপোরর্টার,কেউ বা এক্সপোর্টার। কেউ ডাক্তার,কেউ ইন্জিনিয়ার। মোহাম্মদি পরিচয়ের কাউকে দেখা যায় না। দ্বীনের প্রতি আমাদের দরদ, আবেগ ও উৎসাহ একেবারেই লোপ পেয়েছে। আমি নামায পড়ি, আমি র্রোযা রাখি,আমি এটা করি,ওটা করি- এমন ফিরিস্তি হয়ত যথেষ্টই পাওয়া যাবে। কিন্তু নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদ ও ফিকিরকে নিজের ফিকির হিসাবে গ্রহণ করার মত লোক খুঁজে পাওয়া কঠিন। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য এমন হতে হবে- যাতে মুসলমানদের অন্তর থেকে দুনিয়া উপার্জনের মোহ দূর হয়ে সেখানে আল্লাহ পাকের দ্বীনকে গোটা দুনিয়ার আনাচে-কানাচে পৌছে দেওয়ার জযবা জিন্দা হয়ে যায় এবং আল্লাহ পাকের রাস্তায় বের হয়ে দুনিয়ার দূরদূরান্তে যেন নিজেদের কবর রচনা করার উৎসাহ তৈরি হয়। হযরত সাহাবায়ে কেরাম এই মর্মে দোয়া করতেন, যেন তাদের কবরগুলো গোটা দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকে এবং আল্লাহর রাস্তায় বের হয়ে তাদের মৃত্যু যেন দূরদেশে হয়। কারণ, দ্বীনের রাস্তায় বের হয়ে যার যেখানে মৃত্যু হবে, সেখান থেকে তার বাড়ী পর্যন্ত দীর্ঘ একটি মোতির মহল আল্লাহ পাক তাঁকে দান করবেন। আফসুস! আজ আমাদের মধ্যে দ্বীনের জন্য এ জাতীয় কোন জযবারই অস্তিত্ব নেই।
বিষয়: বিবিধ
১৯৫৯ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
আসুন আমরা নিজেরা চেষ্টা করি । আল্লাহ আমাদের তৌফিক দান করুন ।
মন্তব্য করতে লগইন করুন