এসো হে বৈশাখ এসো,খোদার গজব নিয়ে এসো
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৬ এপ্রিল, ২০১৪, ০২:১২:২৬ দুপুর
এসো হে বৈশাখ এসো, তোমার সাথে করে খোদায়ি গজব নিয়ে এসো। যারা তোমারে প্রথম দিনেই অপসঙ্গস্কৃতিতে করেছে অপমান, ওদের হাত-পা ভেঙ্গে করে দাও খান খান ।বৈশাখ তোমার সাথে বজ্র-নিনাদ নিয়ে এসো, যারা হলদে-সাদা শাড়ি পরে, কপালে তিলক হাতে সাকা পরে, আর ধুতি পড়ে কপোত কপোতিরা একে অন্যর সঙ্গে মাখা মাখি আর ডলাডলি করে জমিনকে ভারি করে তুলেছিল, তাদের মাথায় বজ্রাঘাত করো। যারা তোমার প্রথম দিনে অর্ধোলঙ্গ হয়ে নেচে গেয়ে সেদিনের চন্দ্রের আলোকে করেছে কলঙ্কিত; সূরয্যের জ্যোতিকে করেছে কলুষিত, তাদের জন্য নিয়ে এসো কাল বৈশাখী ঝড়, সাইক্লোন, টর্নেডো, জলোচ্ছাস আর ভূমিকম্প। লন্ড-ভন্ড করে দাও তাদের অস্তিত্বকে, নিঃচিহ্ন করে দাও তাদের সত্তাকে। ওরা যেনো আর কভু না আসতে পারে এই জমিনে; খোদার নাফরমানিতে লিপ্ত হওয়ার তরে। যে জমিন শহীদানের রক্তে রঙ্গিন, যে মাটির নিচে শুয়ে আছেন শত-সহস্র আওলিয়া, যে জমিন গর্ববোধ করে লক্ষ-কোটি তালিবে ইলমের পায়ের ছোয়া পেয়ে, ওখানে নাফর্মান্দের ঠাই হতে পারেনা, অপকালচার অনুসরণকারীদের আবাস হতে পারেনা, নাস্তিক্যবাদিদের বিচরণ ভূমি হতে পারেনা। হে বৈশাখ, হয়তো তুমি তাদের ধ্বংস করো, নাহয় আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাও দূরে বহু দূরে...
বিষয়: বিবিধ
১২০১ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যে জমিন শহীদানের রক্তে রঙ্গিন, যে মাটির নিচে শুয়ে আছেন শত-সহস্র আওলিয়া, যে জমিন গর্ববোধ করে লক্ষ-কোটি তালিবে ইলমের পায়ের ছোয়া পেয়ে, ওখানে নাফর্মান্দের ঠাই হতে পারেনা,
আপনাকে আবারো ধন্যবাদ-
মন্তব্য করতে লগইন করুন