***কালিমা সমূহ***
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১১ এপ্রিল, ২০১৪, ১২:১৩:০৪ দুপুর
১. কালিমায়ে তাইয়্যেবাঃ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুররাসূলুল্লাহ’
কালিমায়ে তাইয়্যেবার অর্থঃ
---------------
আল্লাহ ছাড়া কোন মা’বুদ নাই,মুহাম্মাদ সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম আল্লাহররাসুল।
২. কালিমায়ে শাহাদাতঃ
-------------
‘আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহুওয়াহদাহু লা শারীকা লাহুওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহুওয়ারাসুলূহু’
কালিমায়ে শাহাদাত এর অর্থঃ
--------------------
আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহছাড়া কোন ইলাহ নেই, তার কোনঅংশীদার নেই। আমি আরও সাক্ষ্যদিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামআল্লাহর প্রেরিত রাসুল।
৩. কালিমায়ে তাওহীদঃ
-------------------
‘লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাললা ছানিয়ালাকা মুহাম্মাদুররাসূলুল্লাহি ইমামুলমুত্তাক্বীনা রাসুলু রাব্বিল আলামীন।
কালিমায়ে তাওহীদ এর অর্থঃ
-------------------
তুমি (আল্লাহ) ছাড়া অন্য কোন উপাস্য নেই। তুমি এক, তোমার দ্বিতীয় কেহ নেই। আল্লাহর রাসুলসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহভীরুদের নেতা ও বিশ্বপ্রতিপালকের রাসূল।
৪. কালিমায়ে তামযীদঃ
--------------------
“লা ইলাহা ইল্লা আনতা নূ-রাইইয়াহদিয়াল্লাহু লিনূরিহী মাই-ইয়াশাউ মুহাম্মাদুররাসুলুল্লাহি ইমামুল মুরসালীনা ওয়া খাতামাননাবিয়্যীন।
” কালিমায়ে তামযীদএর অর্থঃ
-------------------
তুমি (আল্লাহ) ছাড়া অন্য কোনউপাস্য নেই। তুমি জ্যোতির্ময়,যাকে ইচ্ছা হয় তাকেই তোমার নূরদ্বারা পথ প্রদর্শণ কর। মুহাম্মাদ সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম আল্লাহররাসুল, রাসুলগণেরনেতা এবং নবীদের মধ্যে সর্বশেষনবী।
৫. ঈমানে মুজমালঃ
--------------------
“আ-মানতুবিল্লাহি কামা হুয়া বিআসমায়িহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতুজামিয়া’ আহকা-মিহি ওয়া আরকানিহী’
ঈমানে মুজমাল এর অর্থঃ
-----------------
আমি আল্লাহ তায়ালার প্রতি তাঁর সমুদয় নামের সহিত ও তাঁহার যাবতীয় গুণাবলীর সহিত ঈমানআনলাম। আর তাঁর যাবতীয় আদেশ ও বিধি-বিধান মেনে নিলাম।
৬. ঈমান মুফাছছালঃ
------------------
“আ-মানতু বিল্লাহি ওয়ামালা-ইকাতিহী ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়ালইয়াওমিল আ-খিরি ওয়াল ক্বাদরি খাইরিহী ওয়া শাররিহী মিনাল্লা-হি তা’আলা ওয়াল বা’ছি বা’দালমাউত।”
ঈমান মুফাছছাল এর অর্থঃ
-------------------
আমি বিশ্বাস স্থাপন করলামআল্লাহর উপর, তাঁর ফিরিশতাগণের উপর, তাঁর আসমানী কিতাব সমূহেরউপর, তাঁর রাসুলগণের উপর, পরকালের উপর এবং তাকদীরেরভাল- মন্দের উপর, যা আল্লাহপাকের নিকটহতে হয়ে থাকে এবং মৃত্যুর পরপূনরায় জীবিত হওয়ার উপর।
আমাদের মাঝে কয়জন কালিমা জানি??
তাই আসুন সবাই শিক্ষার জন্য পোষ্টটা শেয়ারকরে দেখার সুযোগ করে দিই। আল্লাহ তা’আলা আমাদেরকে কালিমা সমুহ সঠিক ভাবে শিখার তাওফিক দিন।আমীন
বিষয়: বিবিধ
১৪৩৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগ্লো...
মন্তব্য করতে লগইন করুন