সময় থাকতে সাবধান হোন
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২১ মার্চ, ২০১৪, ০১:৪৪:৪৫ রাত
ফেইসবুকে অনেক মেয়েরা আছে, যারা নিজের ছবি/ফটো আপলোড করে নিজের প্রশংসা শোনতে অনেক ভালবাসে, আরে বোন তুমি কি জান? তোমার চেহারা যদি মা-কালীর মত ও হয় তুবু ও ছেলেরা লাইক কমেন্ট করবে..! কমেন্টের দরন হবে, 'ওসাম পিক, আপু আপনি অনেক সুন্দর, আপু আপনার রুপের কাছে ঐশ্যরিয়া ও হার মানবে' অতঃপর তুমি খুশিতে গদগদ হয়ে তাকে, হৃদয়ে অন্তরস্থল থেকে ধন্যবাদ দিবেন।( আসলে কিছু ছেলে আছে তাদের স্বাভাবই তীর্থের কাকের মত ফেইসবুকে বসে থাকা, আর মেয়েদের ফটোতে লাইক ও উপরোক্ত কমেন্ট করা)
যাই হোক, আসল কথায় আসি.! বোন তুমি কি ফটো আপলোডের অপকারিতা সম্পর্কে জান? না জানলে সমস্যা নেই, শোন..বাসের মধ্যে যেমন মলম পার্টি আছে, ফেসবুকে ও আবাল পার্টি আছে, তাদের প্রধান কাজ হল, তোমার ফেয়ার & লাভলি মার্কা/ প্রকৃত সুন্দর ফোটো দিয়ে ফেইক আইডি বানানো, আর সেই আইডি দিয়ে, তোমার আপন ভাই, দুলাভাই, বেয়াইন এমনকি সুযোগ পেলে ফেসবুকের সব ছেলেদের সাথেই প্রেমাভিনয় করবে..!
এখন যদি তুমি এমন পরিস্থিতে পর, তাহলে কি করবে? সহজ উত্তর ! নিচে দেওয়া হলে।
উত্তরঃ তোমার তখন কিছুই করার নেই ! তুমি সমাজে, নামাজে, স্কুল-কলেজে, ঘরে বাইরে, রাস্তায়-ঘাটে তখন শুধু মুখ লোকাবে।
আবালদের দ্বিতীয় প্রাধন কাজ হল, তোমার সুন্দর সুন্দর ফটো চটি পেইজে দেওয়া ! চটি পেইজ কি আশা করি বলে দিতে হবেনা। এখন তোমার পরিচিত কেউ তোমার ফোটো চটি পেইজে দেখল, আর ফোটো ক্যাপশনে দেওয়া, 'মালটা দেখতে কেমন?'
ছিঃ...চটি পেইজে তোমার ফটোর কমেন্ট বক্সে আর নাই গেলাম ! তখন কি করবে? আরো সহজ উত্তর... তখন তুমি মরণের সহজ পথ খোজবে..!
আবালদের আরো কাজ আছে, যেমন আপনার ফটো , ফোটোশপের মাধ্যমে বিকৃত করা, সানিলিউনের দেহে আপনার গলা বসিয়ে দেওয়া, অন্যকে নিজের গার্ল ফেন্ড বলে চালিয়ে দেওয়া, আরো অনেক কিছু.....!!
এখন তুমি আমার দিকে চোখ রাঙ্গিয়ে বলতে পার, আমার ফের্ন্ডলিস্টে কোন আবাল নেই, ভাল কথা..! আবাল কে তুমি কি তাকে চিন? যে কেউ আবাল হতে পারে, আবাল হতে কতক্ষণ? তোমাকে যদি মেসেজে নক করে পাবেনা, তখন যদি সে আবাল হয়ে যায়? তুমি আরো বলতে পার, ভাইয়া আমার ফ্রেন্ডলিস্টের সবাই বিশ্বস্ত..! বোন তখন আরো বেশি ভুল করবে, কারণ নিজের শরীলের পশমকে ও বিশ্বাস করা যায় না।
এখন তুমি আমার 'সাদা শার্টের' কলার চেপে ধরে প্রশ্ন করতে পার, তাহলে কি আমরা ফটো আপলোড দিব না? আমি আমার বয়ফ্রেন্ডকে ক্যামনে আমার রুপের ঝিলিক দেকাবো? আরে না, কলার ছার, আমি তোমাকে ফটো আপলোড দিতে মানা করছিনা, আমি শুধু এটাই বলতে চাচ্ছি তুমি শুধু তোমার ফটো প্রাইভেসিটা একটু শক্ত কর.. এই জন্য জুকারবার্গ সব অপশন-ই রাখছে।
যেমনঃ ফটোট্যাগ, মেসেজের মাধ্যমে ফটো আদান-প্রধান, প্রাইভেসি অনলি-মি করে ট্যাগ উইথ আতেল/ তোমার বয়ফ্রেন্ড, ব্লা ব্লা....
অনেক কিছু বলে ফেললাম, মনে রাখবেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না...!
বিষয়: বিবিধ
১৭৩২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন