সময় থাকতে সাবধান হোন

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২১ মার্চ, ২০১৪, ০১:৪৪:৪৫ রাত

ফেইসবুকে অনেক মেয়েরা আছে, যারা নিজের ছবি/ফটো আপলোড করে নিজের প্রশংসা শোনতে অনেক ভালবাসে, আরে বোন তুমি কি জান? তোমার চেহারা যদি মা-কালীর মত ও হয় তুবু ও ছেলেরা লাইক কমেন্ট করবে..! কমেন্টের দরন হবে, 'ওসাম পিক, আপু আপনি অনেক সুন্দর, আপু আপনার রুপের কাছে ঐশ্যরিয়া ও হার মানবে' অতঃপর তুমি খুশিতে গদগদ হয়ে তাকে, হৃদয়ে অন্তরস্থল থেকে ধন্যবাদ দিবেন।( আসলে কিছু ছেলে আছে তাদের স্বাভাবই তীর্থের কাকের মত ফেইসবুকে বসে থাকা, আর মেয়েদের ফটোতে লাইক ও উপরোক্ত কমেন্ট করা)

যাই হোক, আসল কথায় আসি.! বোন তুমি কি ফটো আপলোডের অপকারিতা সম্পর্কে জান? না জানলে সমস্যা নেই, শোন..বাসের মধ্যে যেমন মলম পার্টি আছে, ফেসবুকে ও আবাল পার্টি আছে, তাদের প্রধান কাজ হল, তোমার ফেয়ার & লাভলি মার্কা/ প্রকৃত সুন্দর ফোটো দিয়ে ফেইক আইডি বানানো, আর সেই আইডি দিয়ে, তোমার আপন ভাই, দুলাভাই, বেয়াইন এমনকি সুযোগ পেলে ফেসবুকের সব ছেলেদের সাথেই প্রেমাভিনয় করবে..!

এখন যদি তুমি এমন পরিস্থিতে পর, তাহলে কি করবে? সহজ উত্তর ! নিচে দেওয়া হলে।

উত্তরঃ তোমার তখন কিছুই করার নেই ! তুমি সমাজে, নামাজে, স্কুল-কলেজে, ঘরে বাইরে, রাস্তায়-ঘাটে তখন শুধু মুখ লোকাবে।

আবালদের দ্বিতীয় প্রাধন কাজ হল, তোমার সুন্দর সুন্দর ফটো চটি পেইজে দেওয়া ! চটি পেইজ কি আশা করি বলে দিতে হবেনা। এখন তোমার পরিচিত কেউ তোমার ফোটো চটি পেইজে দেখল, আর ফোটো ক্যাপশনে দেওয়া, 'মালটা দেখতে কেমন?'

ছিঃ...চটি পেইজে তোমার ফটোর কমেন্ট বক্সে আর নাই গেলাম ! তখন কি করবে? আরো সহজ উত্তর... তখন তুমি মরণের সহজ পথ খোজবে..!

আবালদের আরো কাজ আছে, যেমন আপনার ফটো , ফোটোশপের মাধ্যমে বিকৃত করা, সানিলিউনের দেহে আপনার গলা বসিয়ে দেওয়া, অন্যকে নিজের গার্ল ফেন্ড বলে চালিয়ে দেওয়া, আরো অনেক কিছু.....!!

এখন তুমি আমার দিকে চোখ রাঙ্গিয়ে বলতে পার, আমার ফের্ন্ডলিস্টে কোন আবাল নেই, ভাল কথা..! আবাল কে তুমি কি তাকে চিন? যে কেউ আবাল হতে পারে, আবাল হতে কতক্ষণ? তোমাকে যদি মেসেজে নক করে পাবেনা, তখন যদি সে আবাল হয়ে যায়? তুমি আরো বলতে পার, ভাইয়া আমার ফ্রেন্ডলিস্টের সবাই বিশ্বস্ত..! বোন তখন আরো বেশি ভুল করবে, কারণ নিজের শরীলের পশমকে ও বিশ্বাস করা যায় না।

এখন তুমি আমার 'সাদা শার্টের' কলার চেপে ধরে প্রশ্ন করতে পার, তাহলে কি আমরা ফটো আপলোড দিব না? আমি আমার বয়ফ্রেন্ডকে ক্যামনে আমার রুপের ঝিলিক দেকাবো? আরে না, কলার ছার, আমি তোমাকে ফটো আপলোড দিতে মানা করছিনা, আমি শুধু এটাই বলতে চাচ্ছি তুমি শুধু তোমার ফটো প্রাইভেসিটা একটু শক্ত কর.. এই জন্য জুকারবার্গ সব অপশন-ই রাখছে।

যেমনঃ ফটোট্যাগ, মেসেজের মাধ্যমে ফটো আদান-প্রধান, প্রাইভেসি অনলি-মি করে ট্যাগ উইথ আতেল/ তোমার বয়ফ্রেন্ড, ব্লা ব্লা....

অনেক কিছু বলে ফেললাম, মনে রাখবেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না...!

বিষয়: বিবিধ

১৭৩২ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

195574
২১ মার্চ ২০১৪ রাত ০২:০৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : গুরুত্বপূর্ণ পোস্টার জন্য অনেক ধন্যবাদ Rose
২১ মার্চ ২০১৪ দুপুর ০৩:০৯
145918
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : আমার কাছে অচেনা কোন মেয়ে রিকু দিলেই আমি ব্লক মারি- তবে আমার সাথে কিছু মেয়ে ব্লগার আছে- আর তাদের অনেককে আমি রিকু দেয়েছি- ইসতিয়াক কে ধণ্যবাদ-
২১ মার্চ ২০১৪ দুপুর ০৩:১১
145922
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : আমার কাছে অচেনা কোন মেয়ে রিকু দিলেই আমি ব্লক মারি- তবে আমার সাথে কিছু মেয়ে ব্লগার আছে- আর তাদের অনেককে আমি রিকু দেয়েছি- ইসতিয়াক কে ধণ্যবাদ-
195603
২১ মার্চ ২০১৪ রাত ০৩:৩৫
ভিশু লিখেছেন : ভালো বলেছেন..Happy Good Luck
Day Dreaming Day Dreaming Day Dreaming
195608
২১ মার্চ ২০১৪ রাত ০৪:০৬
195639
২১ মার্চ ২০১৪ সকাল ০৯:৩১
মদীনার আলো লিখেছেন : ভাল পোস্টার জন্য অনেক ধন্যবাদ
195683
২১ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৪
রাইয়ান লিখেছেন : ভালো লেগেছে ।
195706
২১ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৫
মুিজব িবন আদম লিখেছেন : ভালো লাগল। অনেক ধন্যবাদ।
195716
২১ মার্চ ২০১৪ দুপুর ০৩:১১
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : আমার কাছে অচেনা কোন মেয়ে রিকু দিলেই আমি ব্লক মারি- তবে আমার সাথে কিছু মেয়ে ব্লগার আছে- আর তাদের অনেককে আমি রিকু দেয়েছি- ইসতিয়াক কে ধণ্যবাদ-
196309
২২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার পোস্টের জন্য অনেক ধন্যবাদ Rose Rose Rose
197750
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : "এখন তুমি আমার 'সাদা শার্টের' কলার চেপে ধরে প্রশ্ন করতে পার, তাহলে কি আমরা ফটো আপলোড দিব না? আমি আমার বয়ফ্রেন্ডকে ক্যামনে আমার রুপের ঝিলিক দেকাবো? আরে না, কলার ছার, আমি তোমাকে ফটো আপলোড দিতে মানা করছিনা, আমি শুধু এটাই বলতে চাচ্ছি তুমি শুধু তোমার ফটো প্রাইভেসিটা একটু শক্ত কর.. এই জন্য জুকারবার্গ সব অপশন-ই রাখছে।" মানে বুঝলামনা!!! একজনকে মানা করলাম,"ভাই খুন করা কিন্তু খুব খারাপ কাজ, এই এই অপকারিতা। তবে হ্যা! তুমি মারধোর করতে পারো, এতে সমস্যা নেই।" আপনার কথাটা শুনতে অনেকটা এমনই লাগছে। বয়ফ্রেন্ড ব্যক্তিটিও কি খুব সাধু? ব্রেকআপ হবার সাথে সাথেই যে সে তার প্রাক্তন গার্লফ্রেন্ডের ছবি কোন চটি পেজে দিবেনা তার নিশ্চয়তা কোথায়? হচ্ছেওতো তাই। এক অন্যায়কে মানা করব কিন্তু অন্যটাকে কেন প্রশ্রয় দিব? টোটাল সংষ্কৃতি টাকেই তুলে ধরেননা কেন?
১০
199004
২৭ মার্চ ২০১৪ রাত ১১:১০
আফরা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File