আমরা করবো জয়, আমরা করবো জয়,
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৪ মার্চ, ২০১৪, ০২:০৯:১৯ রাত
আমাদের বাপ্পা মজুমদার, হাবিব, সামিনা চৌধুরী, আসিফ, লিজেন্ডারী জেমস, আইউব বাচ্চু, এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিত এরা গান গাইতে পারে না, তাই না? এ জন্যই কুত্তার চিল্লানি শুনতে বাইরের দেশ থেকে আমার মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে এদের আনি। এখন আর আমার একাত্তরের চেতনায় আঘাত লাগে না। চেতনা যদি হয় পার্শ্ববর্তী দেশের শিল্পিদের বেসুরা বিদঘুটে গান গাওয়া আর আমার দেশের বরেণ্য শিল্পিদের অপমান করা, তাহলে আমি লাথি মারি সেই চেতনার কপালে।
আমার দেশের শিল্পিদের করুণ আহাজারী চেতনাকে স্পর্শ করে না। আজব এক দেশ, আজব তার মানুষ, সবচেয়ে আজব তার চেতনা !
আইয়ুব বাচ্চুর দৃপ্ত উচ্চারণ
আমি বাংলাদেশী আমি বাঙালি।
গর্বে বুকের ছাতি ফুলে যায়।
তারপর টানা চার পাঁচ মিনিট
মনমুগ্ধকর গিটারের উন্মত্তাল ছন্দ।
মোহনীয় পরিবেশনার পর যখন
পুরো স্টেডিয়াম তালি দিচ্ছে তখন
তিনি বললেন
-এখন তালি খরচ করবেন
না তালি জমিয়ে রাখুন পরের জন্য।
ধন্যবাদ আপনাদের কষ্ট
করে বাংলা গান শোনার জন্য।
কথাগুলো কতটুকু অভিমান মেশানো,
কতটুকু কষ্ট থেকে বলা তা অনুমান
করার ক্ষমতাও আমার নাই।
কনসার্টের বিজ্ঞাপনে দেখলাম শুধু
এ.আর রহমান আর একনকে।
বাংলাদেশের কারো ছবি পর্যন্ত
নেই। এটা কি আমাদের জন্য
অপমানের নয়?
যারা বলবেন নয় তাদের প্রতি একটাই
বাক্য " আপনার অপমানববোধই নেই।"
আইয়ুব বাচ্চু শেষ করলো আমরা করবো জয়,
আমরা করবো জয়, আমরা করবো জয়
একদিন।
ধন্যবাদ আইয়ুব বাচ্চু। চমৎকার
পরিবেশনার জন্য।
আপনার আশার পালে আমিও হাওয়া দেই
আমরা করবো জয়, আমরা করবো জয়,
আমরা করবো জয় একদিন।"
বিষয়: বিবিধ
১১৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন