আশার দুয়ারে বিষাদের বিবর্ণ অভিষেক"
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১০ মার্চ, ২০১৪, ১১:৩০:৩১ রাত
আপেল মাহমুদ, তানভির, কিশোর, রনি প্রতিদিন বিকালে ক্যাম্পাসে আড্ডা দেয়। চার বন্ধুতে আড্ডা খুব ভালই হয়। আজ আপেল এসে দেখে কেউ আসেনি ঘড়িতে তাকিয়ে বুঝতে পারে সে এক ঘণ্টা আগেই এসেছে। মনে মনে হাসে আজকাল ঘড়িও সময় ঠিক দেখায় না। শহীদ মিনারে বসে অপেক্ষা করছে সে। কিছু সময় পর সেখানে দুটি মেয়ে দেখতে পাই আপেল। একজন হলুদ জিপসি পরা আর একজন কফি রঙের। দুজনে দেখতে সুন্দরী। তবে হলুদ জিপসি পরা মেয়েটি দেখতে খুবই মিষ্টি। আপেল শহীদ মিনারের সিঁড়িতে বসে মোবাইল টিপসে। মেয়ে দুটি অনেক সময় ধরে ঘুরে ঘুরে শহীদ মিনার দেখছে আর আপেলকে কিছু বলবে বলবে করছে। এক সময় নীরবতা ভেঙ্গে আপেলকে বলে ভাই আমাদের একটু হেল্প করবেন। কিভাবে জানতে চাই আপেল। মানে আমরা বদ্ধভূমিতে যেতে চাই। রাস্তাটা কোন দিকে একটু বলবেন। আপেল দেখিয়ে দিলেও তারা ঠিক মত চিনতে পারছিলনা। শেষ তারা আপেলকে অনুরোধ করে তাদের সাথে যেতে। বাধ্য ছেলের মত বদ্ধভূমিতে নিয়ে যায় আপেল। যেতে যেতে পরিচয় হয় তাদের। হলুদ জিপসি পরা মেয়েটি মিতু আর কফি রঙের জিপসি পরা মেয়েটি জুই। তারা দুজনেই অ্যাপ্লিক্যান্ট। অনেক গল্প হয় তাদের। আপেলের ফোন নম্বরটিও মিতু নেয়। সাত/আট দিন পর মিতু ফোন দেয় আপেলকে। মাঝে মাঝে কথা বলত তারা।এভাবে শুরু হয় ভাল লাগা পরে সৃষ্টি হয় ভালবাসা। আপেল মিতুকে অনেক বেশি ভালবাসতো।মিতু আপলের জীবনে অনেক পরিবর্তন করে। এখন তাদের সম্পর্কটা মধুর হয়েছে। এর মধ্যে Admission শুরু হয়েছে।এ সময় মিতুকে অনেক সাহায্য করে আপেল। কিন্ত ভাগ্যের নির্মম পরিহাস মিতুর চান্স হয়না রাবিতে। চান্স হয় রোকেয়া বিশ্ববিদ্যালয়ে।গত একবছরে তাদের মধ্যে অনেক বার দেখা হয়েছে। মিতু এখন দ্বিতীয় বর্ষের ছাত্রী। কিছুদিন থেকে মিতুর মধ্যে একটু পরিবর্তন লক্ষ করছে আপেল। গত ১০দিন থেকে মিতুর ফোন বন্ধ। ১০দিনে কয়েকবার চেষ্টা করেও আপেল ফোন খোলা পাই নি। ১০দিন পর ফোন দিয়ে মিতু জানাই বাসায় তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। ছেলে ভাল সরকারি চাকরি করে তাই চাপটা একটু বেশি।তুমি আমাকে এক সপ্তাহের মধ্যে বিয়ে করতে পারবে জানতে চাই মিতু। আপেল বলে তুমি আমার পরিবারের অবস্থা সবই জানো। তরপরও যদি তুমি চাও আমি রাজি...................কথাটা শেষ না হতেই লাইনটা কেটে যায়। তখন থেকে আজও ফোনটা বন্ধ। মাঝে কেটে গেছে ৫টি বছর। আর আপেল এখনও অপেক্ষায় আছে কবে খুলবে সেই ফোন।।
বিষয়: সাহিত্য
১০৭৪ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধ্বমনীর নীল রঙ ছড়ায় শুধু বাতাসে
ধন্যবাদ। ভাল লাগল। চ্যাকা খাওয়া প্রেমের মজাই আলাদা। এটির স্বাদ কখনো শেষ হয়না।
মন্তব্য করতে লগইন করুন