আশার দুয়ারে বিষাদের বিবর্ণ অভিষেক"

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১০ মার্চ, ২০১৪, ১১:৩০:৩১ রাত

আপেল মাহমুদ, তানভির, কিশোর, রনি প্রতিদিন বিকালে ক্যাম্পাসে আড্ডা দেয়। চার বন্ধুতে আড্ডা খুব ভালই হয়। আজ আপেল এসে দেখে কেউ আসেনি ঘড়িতে তাকিয়ে বুঝতে পারে সে এক ঘণ্টা আগেই এসেছে। মনে মনে হাসে আজকাল ঘড়িও সময় ঠিক দেখায় না। শহীদ মিনারে বসে অপেক্ষা করছে সে। কিছু সময় পর সেখানে দুটি মেয়ে দেখতে পাই আপেল। একজন হলুদ জিপসি পরা আর একজন কফি রঙের। দুজনে দেখতে সুন্দরী। তবে হলুদ জিপসি পরা মেয়েটি দেখতে খুবই মিষ্টি। আপেল শহীদ মিনারের সিঁড়িতে বসে মোবাইল টিপসে। মেয়ে দুটি অনেক সময় ধরে ঘুরে ঘুরে শহীদ মিনার দেখছে আর আপেলকে কিছু বলবে বলবে করছে। এক সময় নীরবতা ভেঙ্গে আপেলকে বলে ভাই আমাদের একটু হেল্প করবেন। কিভাবে জানতে চাই আপেল। মানে আমরা বদ্ধভূমিতে যেতে চাই। রাস্তাটা কোন দিকে একটু বলবেন। আপেল দেখিয়ে দিলেও তারা ঠিক মত চিনতে পারছিলনা। শেষ তারা আপেলকে অনুরোধ করে তাদের সাথে যেতে। বাধ্য ছেলের মত বদ্ধভূমিতে নিয়ে যায় আপেল। যেতে যেতে পরিচয় হয় তাদের। হলুদ জিপসি পরা মেয়েটি মিতু আর কফি রঙের জিপসি পরা মেয়েটি জুই। তারা দুজনেই অ্যাপ্লিক্যান্ট। অনেক গল্প হয় তাদের। আপেলের ফোন নম্বরটিও মিতু নেয়। সাত/আট দিন পর মিতু ফোন দেয় আপেলকে। মাঝে মাঝে কথা বলত তারা।এভাবে শুরু হয় ভাল লাগা পরে সৃষ্টি হয় ভালবাসা। আপেল মিতুকে অনেক বেশি ভালবাসতো।মিতু আপলের জীবনে অনেক পরিবর্তন করে। এখন তাদের সম্পর্কটা মধুর হয়েছে। এর মধ্যে Admission শুরু হয়েছে।এ সময় মিতুকে অনেক সাহায্য করে আপেল। কিন্ত ভাগ্যের নির্মম পরিহাস মিতুর চান্স হয়না রাবিতে। চান্স হয় রোকেয়া বিশ্ববিদ্যালয়ে।গত একবছরে তাদের মধ্যে অনেক বার দেখা হয়েছে। মিতু এখন দ্বিতীয় বর্ষের ছাত্রী। কিছুদিন থেকে মিতুর মধ্যে একটু পরিবর্তন লক্ষ করছে আপেল। গত ১০দিন থেকে মিতুর ফোন বন্ধ। ১০দিনে কয়েকবার চেষ্টা করেও আপেল ফোন খোলা পাই নি। ১০দিন পর ফোন দিয়ে মিতু জানাই বাসায় তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। ছেলে ভাল সরকারি চাকরি করে তাই চাপটা একটু বেশি।তুমি আমাকে এক সপ্তাহের মধ্যে বিয়ে করতে পারবে জানতে চাই মিতু। আপেল বলে তুমি আমার পরিবারের অবস্থা সবই জানো। তরপরও যদি তুমি চাও আমি রাজি...................কথাটা শেষ না হতেই লাইনটা কেটে যায়। তখন থেকে আজও ফোনটা বন্ধ। মাঝে কেটে গেছে ৫টি বছর। আর আপেল এখনও অপেক্ষায় আছে কবে খুলবে সেই ফোন।।

বিষয়: সাহিত্য

১০৭৪ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190203
১১ মার্চ ২০১৪ রাত ০১:২৪
১২ মার্চ ২০১৪ রাত ০১:৩৫
141925
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদ
190229
১১ মার্চ ২০১৪ রাত ০৩:০৩
ইকুইকবাল লিখেছেন : কষ্ট পেলাম। বাস্তব ঘটনা মনে হচ্ছে
১২ মার্চ ২০১৪ রাত ০১:৩৬
141926
ইশতিয়াক আহমেদ লিখেছেন : বাস্তবেও এমন অনেক ঘটনা ঘটছে। ধন্যবাদ
190270
১১ মার্চ ২০১৪ সকাল ০৬:২৬
টাংসু ফকীর লিখেছেন : কষ্টের পাখিরা উড়ে বেড়ায় নীল আকাশে
ধ্বমনীর নীল রঙ ছড়ায় শুধু বাতাসে
১২ মার্চ ২০১৪ রাত ০১:৩৭
141927
ইশতিয়াক আহমেদ লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে
190320
১১ মার্চ ২০১৪ সকাল ০৯:৩৬
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : লিখতে আরো ভালো লিখতে পারবা- ধন্যবাদ
১২ মার্চ ২০১৪ রাত ০১:৩৯
141928
ইশতিয়াক আহমেদ লিখেছেন : সাথেই থাকবেন। ধন্যবাদ
190416
১১ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৪
সজল আহমেদ লিখেছেন : আশায় থাকেন।
১২ মার্চ ২০১৪ রাত ০১:৪০
141929
ইশতিয়াক আহমেদ লিখেছেন : এ গল্পটা আমার না ভাই,যে আশায় থাকবো! ধন্যবাদ
190560
১১ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৮
প্রবাসী মজুমদার লিখেছেন : অর্ধেক পথে রেখে ফেলে চলে গেলেন। পাঠক থ্রিলিং এর মধ্যে রয়ে গেল। পথের প্রেম এমনই নয়। যাকে ভাল বাসি তার বাড়ী ঘর সব চেনা উচিত। এমনটি হলে প্রেমিকার জন্য অপেক্ষা করতে হতোনা।

ধন্যবাদ। ভাল লাগল। চ্যাকা খাওয়া প্রেমের মজাই আলাদা। এটির স্বাদ কখনো শেষ হয়না।

১২ মার্চ ২০১৪ রাত ০১:৪২
141930
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আপনার প্রতিটি মন্তব্য আমার জন্য উপকারী। ধন্যবাদ
১২ মার্চ ২০১৪ রাত ০১:৪২
141931
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আপনার প্রতিটি মন্তব্য আমার জন্য উপকারী। ধন্যবাদ
১৩ মার্চ ২০১৪ রাত ০১:১৫
142391
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : এই বেচার দারুন দারুন মন্তব্য করে- তার জন্য কিছু ধইন্য পাতা Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:৪৭
142766
প্রবাসী মজুমদার লিখেছেন : যেভাবে পাম্প দেয়া হচ্ছে আমি তো একেবারে ফুলে যাচ্ছি। আমি ব্লগারদের দরদ বুঝি। ওরা একটা কিছূ লিখে। মন্তব্যর উপর নির্ভর করে সে মানে লিখবে কি লিখবেনা। বিনা পয়সার মন্তব্য না দেয়ার মত কানজুসি দ্বিতীয়টা নেই। তাই আমি মূল্যায়ন করি। লিখি নিজের মত করে। খুব ব্যস্ত। পারিনা। না হয় আর ভাল করে মন্তব্য করতাম।
191919
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:৫৬
বিন হারুন লিখেছেন : আহারে ফোন করার সময় মনে হয় বাবার হাতে ধরা খেয়ে বেচারী মার খেতে খেতে দাফন হয়ে গেছে.
২৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৭
160572
ইশতিয়াক আহমেদ লিখেছেন : Waiting Waiting <:-P
210621
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫১
অজানা পথিক লিখেছেন : আহা কষ্ট
২৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৮
160574
ইশতিয়াক আহমেদ লিখেছেন : MOney Eyes MOney Eyes

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File