ডাক্তার হবার একগাদা স্বপ্ন নিয়ে উম্মে সালমা জান্নাতি (বর্ষা)। সাহায্যের হাত বাড়িয়ে দিন।
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০৭ মার্চ, ২০১৪, ০৮:৩০:৩৩ রাত
ডাক্তার হবার একগাদা স্বপ্ন নিয়ে উম্মে সালমা জান্নাতি (বর্ষা)নামের মেয়েটি গতবছর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে(১০ম ব্যাচ) ভর্তি হয়। সবকিছুই ঠিকমতো চলছিল কিন্তু বেশ কিছুদিন ধরে মেয়েটি bilateral bronchiactasis রোগে আক্রান্ত হয়ে ঢাকার ল্যাব এইডে ভর্তি আছে ..
বাংলাদেশে ট্রিটমেন্ট সম্ভব নয় বলে ডাক্তাররা তাকে ভারতের দিল্লীতে নিয়ে যাবার উপদেশ দেন ..
এবং খুব শীগ্রই তাকে দিল্লীতে রেফার করা হবে।তার চিকিৎসায় আনুমানিক ২০ লক্ষাধিক টাকা খরচ হবে।
তার পরিবার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে এক মধ্যবিত্ত পরিবারের কাছে এটা পাহাড়সম টাকা।
এমতাবস্থায় তারা সকলের কাছে সাহায্যর জন্য অনুরোধ করেছেন।
"দশের লাঠি একের বোঝা " তার ব্যাচমেটরা টাকা তুলতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
একটি স্বপ্ন একটি জীবনকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন প্লিজ।
সাহায্যোর জন্য --
Md.Shafiqul bari(বর্ষার ভাই)
A/C 011-010683-011
hsbc narayangonj..
B-KASH- A/C 01781955445
(সম্ভব হলে পোষ্টটা শেয়ার করবেন আর প্লিজ সবাই মেয়েটার জন্য দুয়া করবেন, সে যেন পুরোপুরি সুস্থ হয়ে আবার তার বন্ধু বান্ধবীদের মাঝে ফিরতে পারে
বিষয়: বিবিধ
১২১১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন