থামাও হিংস্রতা থামাও Don't Tell Anyone

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৮ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৩৩:৪৪ রাত

থামাও! হিংস্রতা থামাও!

এক চোখ নীতির গোলক ধাঁধা

প্রশ্নবিদ্ধ করে বিশ্ব বিবেক

মাতাল নেশায় মেতে পিইছে সুধা

রুখো! নগ্নতা ঠেকাও!

সবুজীমা শ্যামলীমা লাজুক লাগে

আবৃত দৃষ্টিলোভা উন্মুচো বারেক

ইথারে হারানো আসছে সেজে

থামবে না? তবে শোন!

ঐ দীর্ণে চূর্ণ বিচূর্ণ হয়ে ভূ-মন্ডল

নভোমন্ডলে নিঃশব্দ নিস্তব্ধতা

মধ্যাকার্ষণ হারায় ভারসাম্য বায়ূমন্ডল

ধ্বংস যাত্রার প্রহর শুনো।

আকাশে বাতাসে চাতকের তীব্র নিনাদ

হতভাগা বসুধায় কেবল নিঃসঙ্গতা

দরদীর দানে তার তীব্র বিবাদ

আজ হিংস্ররা অরুদ্ধ দুর্দম

আকুতি হিংস্রতা তব নগ্ন নখর থামাও

থেমে যাও হিংস্র শার্দুলেরা

থামাও ! হিংস্রতা থামাও।

বিষয়: সাহিত্য

১০৮৬ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

178703
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১১
শিকারিমন লিখেছেন : অতি সুন্দর বিপ্লবী ছড়া কবিতা।
ধন্যবাদ।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩৫
131876
ইশতিয়াক আহমেদ লিখেছেন : দোয়া করবেন , যেন চালিয়ে যেতে পারি। ধন্যবাদ
178708
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লেগেছে অনেক ধন্যবাদ
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৫
131933
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদ
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৬
131934
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদ
178729
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৫৪
মুমতাহিনা তাজরি লিখেছেন : চমৎকার।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৮
131935
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদ আপু
178805
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:১৪
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : চুক চুক
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৯
131936
ইশতিয়াক আহমেদ লিখেছেন : কচু০কচু

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File