অবাধ্য সেই ঢেউ

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৪২:৩১ রাত

নানান রকম সপ্ন দিয়ে মনের পকেট ভারি,

ইচ্ছের আগুন ঝলসে ওঠে ‘কাব্য যদি পারি।

শব্দ লাগে, ছন্দ লাগে,গন্ধ লাগে নাকে,

না হয় নাকি যায় না ধরা দামাল কবিতাকে।

কোথায় পাবো শব্দ বলো, ছন্দ কোথায় মেলে?

নাম-ঠিকানা জানিয়ে দিও নাগাল খুঁজে পেলে।

এমন হরেক অস্থিরতায় রাত হয়ে যায় মাটি,

বুকের ভেতর টের করি এক কবির হাঁটাহাঁটি।

ভাগ্যেজোরে কদাচ যদি পেলাম কবির দেখা,

কেমন করে জমবে মজা ভাবতেছিলাম একা।

হঠাৎ বুকে উছলে উঠে অবাধ্য সেই ঢেউ-

‘কাব্যে ধরো,কাব্যে করো‘ উসকানি দেয় কেউ।

মনটা তখন পাগলা পবন ঝড় টানে উদ্দাম,

যে করে হোক কবির খাতায় লিখতে হবে নাম।

বিষয়: সাহিত্য

১০৬৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

175208
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : নাইস হয়েছে , ধন্যবাদ
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২২
128457
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদ ,শাহীন ভাই। দোয়া করবেন
175221
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৭
শিশির ভেজা ভোর লিখেছেন : অসাম হয়েছে ভাই অসাম
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৩
128458
ইশতিয়াক আহমেদ লিখেছেন : অনেক ধন্যবাদ। দোয়া করবেন
175231
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০১
বাংলার দামাল সন্তান লিখেছেন : ফাইন সুন্দর কবিতা, ধন্যবাদ।
১০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:২৩
128592
ইশতিয়াক আহমেদ লিখেছেন : পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File