একদিন সকাল বেলা নবীজি !

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২৫ জানুয়ারি, ২০১৪, ১০:০১:৩৪ সকাল

হযরত ফাতেমা, হযরত আলী , হাসান/হোসাইন,রেদুয়ানুল্লাহি আলাইহি আজমাইন সকল আহলে বাইনদের ডেকে নবীজি বল্লেন ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা ও আলী ও হাসান হোসাইন এই মাত্র কোরআনে কারিমের আয়াত নাজিল হলো,আল্লাহ্ রাব্বুল আলামীন আমাকে বলতে বলেছে,

আমি নবী জানিনা কেয়ামতের দিন আল্লাহ্ আমার সাথে কি ব্যাবহার করবেন,

আর আমি এটা ও জানিনা আল্লাহ্ রাব্বুল আলামিন তোমাদের সাথে কি ব্যাবহার করবেন,

•সুতরাং ও ফাতেমা মোহাম্মদ (স) এর মেয়ে হিসেবে নাজাতের কোন ফয়সালা তোমাদের হবে না,

ও হাসান হোসাইন মোহাম্মদের নাতী হিসেবে ও তোমাদের ফয়সালা হবে না,

•কেয়ামতের দিন তোমাদের ফয়সালা হবে যার যার আমলের উপরে,

আমল কে ভাল করে গঠন করো,কেয়ামতের দিন এই আমল ই তোমাদের বাচাবে,আমার দোহায় দিয়ে তোমরা নাজাত পাবেনা।

■হযরত ফাতেমা ইন্তেকালের আগে হযরত আলী কে বল্লেন প্রানের শ্বামী আমার মৃত্য যখন হয়ে যাবে বেশি লোক খবর দিবেন না,অল্প লোক কে জানায়া আমার জানাজার ব্যাবস্তাহ নিবেন,

•গভীর রাতে হযরত ফাতেমা ইন্তেকাল করলেন,অল্প কিছু সাহাবিকে খবর দিয়ে অল্প সময়ের মধ্যে জানাজার ব্যাবস্থাহ্ করলেন হযরত আলী।

এরপর হযরত ফারী আর হযরত আবুজার কবরের ভীতরে নামলেন,নেমে হযরত আবুজার বল্লেন হে কবর তোর ভিতরে কাকে রাখবো তুই কি তা জানিস?

◆কোন জবাব আসলো না,আবুজার বল্লেন কবর রে তোর ভিতরে আজ যাকে রাখবো তিনি হচ্ছে হযরত হাসান/হোসাইনের মা,যারা বেহেস্তের জুয়ানদের সরদার হবে তাদের মা,খবরদার কবরের মাটি কোন বেয়াদবি করবিনা,

•কোন জবাব না পেয়ে আবুজার বল্লেন ওরে করব তোর ভিতরে যাকে রাখবো সে হলো আসাদুল্লাহিল গালিব দুনিয়ার সমস্ত কাফেরদের বিরুদ্ধে আল্লাহ্ যাকে বাঘ বানিয়ে পাঠাইছেন সেই হযরত আলীর স্ত্রী কে তোর ভিতরে রেখে যাবো,খবরদার বেয়াদবি করবিনা,

কোন জবাব আসেনা,

•হযরত আবুজার বল্লেন কবরের মাটি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনে জান্নাত বেহেস্তের সমস্তো মহিলাদের সরদারীনি হযরত ফাতেমা তাকে রেখে যাব তোর ভিতরে,খবরদার বেয়াদবি করবিনা,

হযরত আবুজার আরো বল্লেন কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো তুইকি জানিস?

•তোর ভিতরে যাকে রেখে যাচ্ছি তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসুলুল্লাহ্ (স) এর কলিজার টুকরা মা ফাতেমাকে তোর ভিতরে রাখবো খবরদার বেয়াদবি করবিনা।

•কিতাবে এসেছে হযরত আবুজার শুনতে পেলেন আওয়াজ এলো কে যেনো বলতেছে,

আমি ফাতেমাকে চিনি না,আলীর স্ত্রী কে চিনি না,হাসান/হোসাইনের মা কে চিনিনা,রাসুলের মেয়ে মা ফাতেমা কে চিনি না,

আমল যদি ভাল হয় আমার ভিতরে ভাল থাকবে,

•যে আমল ভাল নিয়ে আসবে সে ভাল থাকবে শান্তিতে থাকবে,

আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থাহ্ হবে ভয়াবহ।

বিষয়: বিবিধ

১৩৭৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

167151
২৫ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৯
মোঃ ফজলে রাব্বী লিখেছেন : পাকিস্তানে ভণ্ড নবীর মৃত্যুদণ্ড।
বিস্তারিত পড়ুন Click this link
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৮
121250
ইশতিয়াক আহমেদ লিখেছেন : পড়েছি
ধন্যবাদ আপনাকে
167163
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৪
আলোকিত ভোর লিখেছেন : ধন্যবাদ Rose
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩০
121251
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ
167176
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২৭
সালাহ লিখেছেন : কিন্তু কিছু চেতনাখোর মনে করেন পীর সাহেব মশায় তাকে পার করে দেবেন । আসল কথা তুলে ধরার জন্য ধন্যবাদ
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩২
121254
ইশতিয়াক আহমেদ লিখেছেন : পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
167196
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৩
প্রিন্সিপাল লিখেছেন : কি শুনালেন!
আমাদের দেশের পীর সাহেবরা তো চল্লিশ হাজার মুরিদকে জান্নাতে নিয়ে যাবেন।
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৬
121259
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ওদের পরিণতি টা কেমন হবে বুঝতেই পারছেন? ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
121333
প্রিন্সিপাল লিখেছেন : ওদের পরিণতি কি আর হবে? ওরা তো আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। বিনা পুজির ব্যবসা।
আসলে বিনা পুজিরও বলা চলে না, তাদের আসল পুজটা হল: ধোকা আর মিথ্যা।
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১১
121400
ইশতিয়াক আহমেদ লিখেছেন : দুনিয়াটাতো ওদের জন্য স্বর্গ, যা সুখ,পাওয়ার তারা দুনিয়াতেই পাবে। কিন্তু আখেরাতের পরিনতিটা হবে ভয়াবহ। আল্লাহ আমাদের এসব থেকে হেফাজত করুক। আমিন
167197
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৪
বিন হারুন লিখেছেন : ভালো লাগলো
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৭
121260
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদ
167218
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৮
আহমদ মুসা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪১
121262
ইশতিয়াক আহমেদ লিখেছেন : কেমন আছেন মূসা ভাই? অনেকদিন পর আমার কোনো লিখায় মন্তব্য করলেন। এই ছোট্ট ভাইটিকে ভুলে গেলেন নাকি?
167242
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৫
মোঃজুলফিকার আলী লিখেছেন : পড়ে ভাল লাগলো। ধন্যবাদ।
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৩
121264
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ভালো লাগলো জানানোর জন্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File