সবাই প্যারাসিটামল থেকে সাবধান!

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২০ জানুয়ারি, ২০১৪, ১১:৫৩:০৫ রাত

জ্বরের সব থেকে কার্যকর ও সুরক্ষিত ওষুধ হিসেবে সারা বিশ্বেই সমাদৃত প্যারাসিটামল। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, প্যারাসিটামল শিশুদের মস্তিষ্কের বিকাশে বাধা সৃষ্টি করে। এমনকি গর্ভস্থ ভ্রূণের মস্তিষ্কের বিকাশেও ভয়াবহ ভূমিকা নিতে পারে প্যারাসিটামল।

ভারতের উপসালা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি গবেষণার উদ্ধৃতি এ কথা জানায় জি নিউজ। তাতে বলা হয়, ব্যাথা ও জ্বরের জন্য ব্যবহৃত প্যারাসিটামল ১০ দিন বয়সী কিছু ইঁদুরের ওপর প্রয়োগ করেন। গবেষকরা তাতে দেখতে পান, প্যারাসিটামল খাওয়ানোর পর পরিণত বয়সের এই ইঁদুরগুলোর মধ্যে অসামঞ্জস্যতা দেখা যায়। এমনকি একপর্যায়ে ইঁদুরগুলোর স্মৃতিশক্তিও হ্রাস পেতে থাকে।

গবেষকরা দাবি করেছেন, শিশু বা ভ্রূণ অবস্থায় মস্তিষ্কের বিকাশের সময় প্যারাসিটামলের প্রয়োগ মস্তিষ্কের পরিণত হওয়ার পথে মারাত্মক বাধা সৃষ্টি করতে পারে। এর প্রভাবও সুদূর প্রসারী হওয়ার আশঙ্কা রয়েছে।

তারা বলছেন, শিশু বয়সে প্যারাসিটামল খাওয়ার ফলে ঘটে যাওয়া বিরূপ প্রভাব প্রাপ্তবয়সেও থেকে যেতে পারে। সামগ্রিকভাবে মানসিক শক্তি ও বুদ্ধিমত্তা কম হওয়ার সম্ভাবনাও প্রবলভাবে থাকে প্যারাসিটামলে।

ভারতের ওই গবেষকরা অনুরোধ করে বলেছেন, শিশুদের ক্ষেত্রে প্যারাসিটামল প্রয়োগের ব্যাপারে বাবা-মাকে বেশ সতর্ক থাকতে হবে।

তাছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনাভাবেই প্যারাসিটামল গ্রহণ না করার জন্য বাবা মা ও অভিভাবকদের প্রতি তারা অনুরোধ জানিয়েছেন।

বিষয়: বিবিধ

১১৫৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

165081
২১ জানুয়ারি ২০১৪ রাত ১২:৩৮
ভিশু লিখেছেন : দরকারী কথা!
২১ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৪৮
119399
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ভিশু ভাই অনেক দিন পর আমার ব্লগে মন্তব্য করলেন । মাঝে মাঝে স্মরণ কইরেন। ধন্যবাদ আপনাকে
165087
২১ জানুয়ারি ২০১৪ রাত ১২:৪১
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : বিষয়টি আগে কখনো জানা ছিল না। অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্যের জন্য।
২১ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৫২
119401
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আপু এই প্রথম মনে হয় আপনি আমার ব্লগে মন্তব্য করলেন! ধন্যবাদ আপনাকে। ছবিতে মেয়েটা কে আপু?
২২ জানুয়ারি ২০১৪ রাত ১২:১৫
119737
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : আমার ছোট মেয়ে। ক্লাস টুতে পড়ে।
165355
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উপসালা বিশ্ববিদ্যালয় তো ভাই সুইডেন এ জানতাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File