গল্প শুধু গল্পই নয়!
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০৩ জানুয়ারি, ২০১৪, ০৯:১৭:০০ সকাল
একটা গল্প বলি....
একজন গৃহ শিক্ষক খুব ছোট একটি বাচ্চাকে বাসায়
গিয়ে পড়াতো। অনেক যত্ন নিয়ে এক মাস পড়ানো শেষে যখন
বাচ্চার বাবার কাছে বেতন চাইলো তখন বাবা বাচ্চাকে বই
নিয়ে A B C D পড়তে বলল। বাচ্চা ঠিক মতো বলতে পারল না।
বাবা এবার রেগে গিয়ে টিউটরকে বকাঝকা করল এবং বেতন
দিলো না।
বলল, আগে বাচ্চাকে শেখাও তারপর বেতন পাবে। টিউটরের
অনেক মন খারাপ হলো। টিউটর আরো একমাস পড়ালো। মাস
শেষে আবার বাবার সামনে নিয়ে গেলো। বাবা বইতে A
দেখিয়ে জিজ্ঞেস করলো এটা কি?
বাচ্চা উত্তর দেয় এটা জেড। B জিজ্ঞেস
করলে বলে এটা ওয়াই। মানে সব উল্টাপাল্টা।
টিউটর বলল, আমাকে বেতন দিতে হবে না। যে প্যাচ
লাগিয়ে দিয়ে গেলাম সেটা ছুটাতে অন্য টিচারের কাছে আরো ৬
মাস প্রাইভেট পড়াতে হবে।
বর্তমান রাজনীতিতে ধর্ম এবং মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাড়
করিয়ে দেয়া হয়েছে। এমন
একটা পরিস্থিতি সৃস্টি হয়েছে যে মুক্তিযুদ্ধের
কথা বলবে সে ধর্ম বিরোধী আর যে ধর্মের
কথা বলবে সে মুক্তিযুদ্ধ বিরোধী।
অথচ ধর্ম যদি আমার মাথা হয় তবে মুক্তিযুদ্ধ আমার দেহ।
কোনটাকেই অস্বীকার করার জো নেই। অথচ
কি শেখাচ্ছি আমাদের নতুন প্রজন্মকে?
এভাবে চলতে থাকলে ঠিকই ওরা যে কোন
একটাকে বেছে নেবে এবং অন্যটিকে ঘৃনা করবে।
ভবিষ্যতে দুটোকে একসাথে স্বীকার করার
মতো পরিস্থিতি থাকবে না, বর্তমানেও নেই। নিজ
স্বার্থে যারা ধর্ম এবং মুক্তিযুদ্ধকে নগ্ন ভাবে ব্যাবহার
করছে তারা নিক্ষিপ্ত হবে ইতিহাসের আস্তাকুড়ে।
বিষয়: সাহিত্য
১২০৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
" সূরা হামিম: ১০, পারা ২৬:-- "মুসলিমরা পরস্পর ভাই ভাই" " আল ইমরান: ১০৩: তোমরা সকলে আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধর এবং পরস্পর বিচ্ছিন্ন হয়োনা। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্বরণ কর: তোমরা ছিলে পরস্পর শত্রু এবং তিনি তোমাদের হৃদয়ে প্রীতির সঞ্চার করেন, ফলে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে। তোমরা তো অগ্নিকুন্ডের প্রান্তে ছিলে, আল্লাহ উহা হইতে তোমাদিগকে রক্ষা করিয়াছেন। এইরূপে আল্লাহ তোমাদের জন্য তাহার নিদর্শনসমূহ স্পষ্টভাবে বিবৃত করেন যাহাতে তোমরা সৎ পথ পাইতে পার। ১০৪: তোমাদের মধ্যে এমন একদল হউক যাহারা কল্যাণের দিকে আহবান করিবে এবং সৎকার্যের নির্দেশ দিবে ও অসৎকার্যে নিষেধ করিবে, ইহারাই সফলকাম। ১০৫: তোমরা তাহাদের মত হইও না যাহারা তাহাদের নিকট স্পষ্ট নিদর্শন আসিবার পর বিচ্ছিন্ন হইয়াছে ও নিজেদের মধ্যে মতান্তর সৃষ্টি করিয়াছে। তাহাদের জন্য মহাশাস্তি রহিয়াছে।"
কিন্তু পরিতাপের বিষয় পাকিস্তানে মডারেট ইসলামিক মুভমেন্টের জন্ম দেয়া হয় কিছু মডারেট ইসলামিস্টদের মাধ্যমে।উদাহরণ:জামায়াত, মুসলিম। তারা গণতন্ত্র, সমাজতন্ত্র ও ইসলামকে একিভূত করে নতুন রাজনৈতিক তত্ত্ব দাড় করান। ফলে ইসলামের বিপরীতে যে সেকুলার গণতন্ত্র পাকিস্তানে প্রতিষ্ঠা করা হয় তাকে কেন্দ্র করে এসব মডারেট ইসলামিক পার্টি ও সাধারণ গণতান্ত্রিক দলগুলো পাকিস্তানের মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব নষ্ট করে দেয় এবং তাদের বিভক্ত করে নানা দলে ও মতে। অন্যদিকে সামরিক বাহিনী তাতে আরো ঘি ঢালে। জিন্নাহ নতুন করে সমস্যার সৃষ্টি করে ভাষা প্রশ্নে: সে উর্দূকে রাষ্ঠ্রভাষা করতে চায় এবং বাংলা ভাষাকে বাংলা অক্ষরের বদলে আরবি হরফে লেখার জন্য প্রচেষ্টা চালায়।অন্যদিকে চাকরি ক্ষেত্রে ও নাগরিক সুযোগ-সুবিধায় বঞ্চনার দরুণ পাকিস্তান রাষ্ঠ্রে জন্ম নেয় বাঙ্গালী ও পাকিস্তানি জাতিয়তাবাদ। অথচ ইসলামে জাতীয়তাবাদের সামান্যতম স্হান নেই। কিন্তু মডারেট ইসলামিস্টরা পাকিস্তানী জাতিয়তাবাদকে মুসলমানিত্ব বলে প্রচার করতে থাকে। যার পেছনে কোন কুরান-সুন্নাহ নির্ভর সমর্থন ছিলনা। বর্তমান পাকিস্তানের নিরীহ মানুষ, আলেম, মাদ্রাসার ছাত্রদের উপর পাক শাসক ও সেনাবাহিনীর গণহত্যা,নির্যাতন এবং নিজ দেশের মানুষকে জঙ্গী বলে মার্কিনিদের হাতে তুলে দেয়া এবং জঙ্গী দমনের নামে সিমান্তে মার্কিন ড্রোন দিয়ে মানুষ হত্যা দেখলেই বোঝা যায় "একাত্তরে তাদের আচরণ কেমন ছিল?" এ কথাও সত্যি আজ মডারেট ইসলামি দলের কিছু নেতার বিরুদ্ধে যেভাবে গণহত্যা, ধর্ষনের ভয়াবহ চিত্র তুলে ধরা হয় তা অনেকাংশে মিথ্যা বা বিতর্কিত তবে পাশাপাশি এটিও সত্যি তখন পাকিস্তানের অখন্ডতা রক্ষার পক্ষে অবস্হান নিলেও তারা গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধেও স্পষ্ট অবস্হান নিতে ব্যার্থ হয়েছিল বা সুবিধাবাদি মানষিকতার জন্য তারা চুপ ছিল যা কোনভাবেই সমর্থনযোগ্য না। আবার এটাও সত্যি ৩০ লাখ, না ৩লাখ এ ইতিহাস নিয়েও ৪৩ বছর ধরে আমাদের মাথে প্রতারণা করা হচ্ছে। কাজেই মুনাফিক পাক শাসক, সেনাবাহিনীর ব্যার্থতা থেকে জন্ম নেয়া মডারেট ইসলামিস্ট ও বামদের যে যুদ্ধ শুরু হয়েছিল তা আজ তাদের মাঝে সীমাবদ্ধ নেই বরং সিংহভাগ মানুষের চেতনা ও ধর্মীয় অনুভূতিকে চরমভাবে আঁঘাত করে চলেছে। এ যুদ্ধ এত সহজে থামবার না।
মন্তব্য করতে লগইন করুন