ইন্টারনেট সম্পর্কে কিছু তথ্য।

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০৩ ডিসেম্বর, ২০১৩, ০৬:২৫:১৩ সন্ধ্যা

ইন্টারনেটে ডাউনলোডের

গতিতে এ বছরের নভেম্বর মাস পর্যন্ত

বিশ্বের ১৮৬টি দেশের মধ্যে ১৬৭তম

অবস্থানে রয়েছে বাংলাদেশ।

আপলোড গতিতে রয়েছে ৭৫তম

অবস্থানে। ব্রডব্যান্ড ইন্টারনেট

পরীক্ষাকারী প্রতিষ্ঠান ওকলার

সামপ্রতিক নেট ইনডেক্সে এ তথ্য

জানিয়েছে। ২৮ অক্টোবর থেকে ২৬

নভেম্বর পর্যন্ত বাংলাদেশের এক

লাখ ৪৫ হাজার ৯৭৭ ইউনিক

আইপি বিশ্লেষণ করেছে ওকলা।

তাদের হিসাব অনুযায়ী,

বাংলাদেশে ইন্টারনেটের গড়

ডাউনলোড গতি দাঁড়িয়েছে ২.৭১

এমবিপিএস। অর্থাৎ

প্রতি সেকেন্ডে ২.৭১ মেগাবিট।

ওকলার নেট ইনডেক্স অনুযায়ী,

প্রতিবেশী দেশগুলোর

মধ্যে বাংলাদেশ কেবল

পাকিস্তানের

চেয়ে এগিয়ে রয়েছে।

ডাউনলোডের গতির

হিসাবে বাংলাদেশের

চেয়ে ভারত, নেপাল, ভুটান,

মিয়ানমার ও

শ্রীলংকা এগিয়ে রয়েছে।

ওকলার তথ্য অনুযায়ী,

রাজধানী ঢাকায় ডাউনলোড

গতি দেশের মধ্যে সবচেয়ে বেশি,

যা গড়ে ২.৪০ এমবিপিএস পর্যন্ত

দাঁড়ায়। এরপর রয়েছে চট্টগ্রাম।

চট্টগ্রামে গড়ে

ইন্টারনেটে ডাউনলোড

গতি থাকে ১.৩৮ এমবিপিএস।

বাংলাদেশের ইন্টারনেট

সেবাদাতা প্রতিষ্ঠান

বা আইএসপিগুলোর

মধ্যে ইন্টারনেটের ডাউনলোডের

গতির দিক

থেকে পর্যায়ক্রমে রয়েছে বাংলাদেশ

অনলাইন ১৩.৬১ এমবিপিএস, বিডিকম

৪.৬৫, বিটিটিবি ৩.৭৫,

আমরা নেটওয়ার্ক ৩.২৪, সিরিয়াস

ব্রডব্যান্ড ৩.২৮, আইএস প্রোস ৩.০১,

লিংক থ্রি ২.৪১, ঢাকা কম ২.৩৮,

অপটিম্যাক্স ১.৯৮, চিটাগং অনলাইন

১.৮৪, অগি্ন ১.৬৬, ম্যাংগো ১.১৭,

অজের ওয়্যারলেস ১.০৪, আইএসপি ০.৯৪,

বাংলা লায়ন ০.৯০, নিউ জেনারেশন

০.৬০, বাংলাদেশ ইন্টারনেট ০.৬০,

গ্রামীণ সাইবারনেট ০.৫৯

এমবিপিএস।

ওকলার নেট ইনডেক্স অনুযায়ী,

ইন্টারনেটে ডাউনলোডের

গতিতে ৪.১৮ এমবিপিএস গড় গতি নিয়ে ১৩০তম অবস্থানে রয়েছে ভারত। ২.৩০

এমবিপিএস ডাউনলোড গতির

হিসেবে নেট

ইনডেক্সে পাকিস্তানের অবস্থান

১৭২। এদিকে নেপাল ৪.৯২ এমবিপিএস

ও ভুটান ৪.৪১ এমবিপিএস

গতি নিয়ে ভারত, পাকিস্তান ও

বাংলাদেশের চেয়েও

এগিয়ে রয়েছে।

ইন্টারনেটে ডাউনলোড গতির

হিসাবে ইনডেক্সের শীর্ষ

পাঁচটি দেশ হচ্ছে হংকং (৭১.২২

এমবিপিএস), সিঙ্গাপুর (৫২.৭৫

এমবিপিএস), রোমানিয়া (৫০.২৬

এমবিপিএস), দক্ষিণ কোরিয়া (৪৭.২০

এমবিপিএস) ও সুইডেন (৪২.৩৫

এমবিপিএস)।

সেকেন্ডে এক মেগাবিট গতির

কাছাকাছি গতি নিয়ে ইনডেক্সের

শেষ পাঁচটি দেশ

হচ্ছে আফগানিস্তান, মালাবি,

কিউবা, বেনিন ও গাম্বিয়া।

আপলোড স্পিডের হিসাবে ৩.৮০

এমবিপিএস গতি নিয়ে বিশ্বে ৭৫তম

অবস্থানে রয়েছে বাংলাদেশ

যা ভারতের চেয়ে এগিয়ে।

ভারতের অবস্থান ৯৩।

ওকলা কর্তৃপক্ষ স্পিডটেস্ট ডটনেট ও

তাদের মোবাইল অ্যাপ্লিকেশনের

মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের

ইন্টারনেটের গতি নির্ণয় করা ও

তুলনা করার সুবিধা দেয়।

ওকলা কর্তৃপক্ষের দাবি, তাদের

কাছে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য

ব্রডব্যান্ড ইন্টারনেটের

গতি তুলনা করার তথ্য রয়েছে।

সমপ্রতি প্রকাশিত নেট

ইনডেক্সে স্পিডটেস্ট ডটনেটের তথ্য

ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি।

বিষয়: বিবিধ

১০৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File