হায়রে জীবন!
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০২ ডিসেম্বর, ২০১৩, ০৮:২১:৫৭ রাত
3 IDIOTS movie তে ৩টা চরিত্রই ছিল প্রধান। রাঞ্চোর দাস(wonsuk wongru),রাজু,ফারহান । সবাই চায়
রাঞ্চোর দাস হতে । কতিপয় ফারহানের মত অবস্থা । আরব
বেশির ভাগ রাজুর প্রতিনিধিত্ব করে ।
আমার কথাই বলি । ছোটবেলা থেকেই মোটামুটি ভাল ছাত্রই ছিলাম । ক্লাসে ৩ এর
নিচে কখনো রোলটা নামে নি । তারপর একটা গোল্ডেন আর একটা প্লাস(বাংলা miss) । মধ্যবিত্ত পরিবারে এমন একটা ছেলের প্রতি তাই সবার আশা থাকে অনেক বেশি ।
কিন্তু বর্তমান বাস্তবতা খুবই নিষ্ঠুরভাবে জানান
দিতেছে আমার কোথাও chance হয় নি । এ বছর হবেও না ।আমার দোষ আমি অকপটে স্বীকার করি । হয়ত ত্রুটি ছিল অনেক । কিন্তু নিজের ব্যাপারে কিছুটা হলেও তো খোঁজ
রাখি । সবাই হয়ত ভাববে হুদাই ঢোল পিটাইতেছি । কিন্তু ঐ
যে বললাম ১২টা বছরে পরিবারের সকলের
অনেকটা ভরসা অর্জন করে ফেলছিলাম ।
কোচিং এর সময় সবার কথা ছিল medical । কিন্তু আমার বহুদিনের লালিত স্বপ্ন engineering । কেউ রাজি না ।
তবে বাবা মা আমাকে তেমন চাপ প্রয়োগ করেন নি । যার ফলে আমি আর কারো তোয়াক্কা না করে শুরু
করি engineering coaching. কিন্তু এখন সব শেষ ।কোত্থাও আমার জায়গা হয়নি । পরিবারের অন্যরা এখন
কোন দৃষ্টিতে দেখতেছে তা আর বলার অপেক্ষা রাখে না ।
আমি তার পরোয়াও করি না । পরোয়া করি শুধু ২ জন মানুষের। যাঁরা এতটুকু পর্যায়ে আমাকে আনতে নিজেদের সবটা দিছেন ।
মধ্যবিত্ত পরিবারের একজন শিক্ষকের সন্তান হয়েও জীবনের
প্রতিটা চাহিদা আমার পূরণ করা হইছে । কিন্তু
আমি পারি নাই । কিছুই করতে পারি নাই । পরিবারের বড় সন্তান ও বড় ছেলে হিসেবে আমি কিছুই করতে পারি নাই । রাজুর মনে যেই ভয়টা কাজ করত তা আমার জীবনে আজ
বাস্তব সত্য ।
তাই ফারহানের মত জীবনটাকে এখন ছেড়ে দিব বাবা মা এর ইচ্ছার উপর । জীবনে যেটাকে নিয়া কখনো ভাবি নাই সেই মেডিক্যাল দুনিয়াই হয়ত এখন লক্ষ্য হবে ।তবে হ্যা বাবা মা কে কখনো দায়ী করব না আমি ।
যদি রোবটের মত চলতে হয় তাই হোক । নিজের সকল স্বপ্নকে কবর দিলাম । জানা নাই ট্র্যাক change করে কতটুকু সফলতা আসবে কিংবা আদৌ আসবে কিনা ।
তবে সরকারের নিকট একখানা স্মারকলিপি লিখব যেখানে কিছু প্রশ্ন আর অনুরোধ থাকবে=>
¤আমি এ+ এর যোগ্য নই তবুও কেন
আমাকে এটা দেওয়া হল ? ফিরিয়ে নেওয়া হোক ।
¤১২ বছরের সেই তথাকথিত সাফল্যগুলো বাজেয়াপ্ত করা হোক । i m not eligible fr those at all.
গোল্ডেন আর এ প্লাস এর বন্যার দূষিত পানিতে আমার পরবর্তি প্রজন্মকে যেন আর ভাসতে না হয় ।।...
বিষয়: বিবিধ
১৪১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন