পুলিশ বনাম ব্যাচেলর

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২৪ নভেম্বর, ২০১৩, ০৯:৪২:৩৩ রাত

পুলিশ: ঐ শালা ব্যাচেলর?

ব্যাচেলর: স্যার আমি বিবাহিত ।

পুলিশ: তাহলে তর বউ কই?

ব্যাচেলর: স্যার, বউ পাশের বাসার এক বড় ভাইর সাথে পালিয়ে গেছে।

পুলিশ: ইন্নালিল্লাহ......

ব্যাচেলর: স্যার, আমার বউ আরেক লোকের সাথে পালিয়ে গেছে! লজ্জায় আমার ঘুম হারাম।

পুলিশ: কেমনে বিশ্বাস করমু তুই বিবাহিত? তর পুলা-মাইয়া নাই?

ব্যাচেলর: স্যার, আমার বউ দুই মাসের অন্ত:সত্তা ছিল।

পুলিশ: তাহলে তর কাবিননামা দেখা?

ব্যাচেলর: স্যার, পালিয়ে বিবাহ করেছি, কাবিননামা এখনো কাজী অফিসে। কাবিননামা উঠাতে আরও পাঁচ হাজার টাকা লাগবে। তাই ভয়ে উঠাই নাই।

পুলিশ: তাহলে এখন ঐ মেচে কি করছ?

ব্যাচেলর: স্যার, কাজের ভূয়া খুজতে এসেছি। আমার বউ তো পালিয়ে গেছে। তাই কাজের ভূয়া খুজতে বের হয়েছি।

পুলিশ: তর মুখে দাড়ি কেন?

ব্যাচেলর: বউ এর টেনশনে কাটতে ভুলে গেছি।

পুলিশ: তুই শিবির করছ?

ব্যাচেলর: জ্বি না স্যার ।

পুলিশ: তাহলে তুই হেফাজত করছ?

ব্যাচেলর: খোদার কসম স্যার, আমি ছাত্রলীগ করি।

পুলিশ: আমার লগে থানায় যাবি নাকি জামেলা এখানেই শেষ করবি?

ব্যাচেলর: স্যার, বিশ্বাস করেন আমি বিবাহিত।

পুলিশ: তাহলে আমারে খুশি কর।

ব্যাচেলর: স্যার, আমার বউ টাকা লইয়া ভাগছে, আমার কাছে কোনো টাকা নেই ।

পুলিশ: আমার লগে এরশাদি চলব না।

ব্যাচেলর: স্যার, কিছু টুস বিস্কুট আছে চলবে? ??????

বিষয়: সাহিত্য

১৫৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File