দুর্ধর্ষ পাঁচ তরুণ-তরুণী (পর্ব-1)
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৭ নভেম্বর, ২০১৩, ০৯:১০:৩৭ রাত
রাফিন চমকে উঠে থমকে দাড়াল, তারপর আলতো করে টেনে ধরল অর্চির হাতটা। সাথে সাথে থেমে গেল অর্চি। ঘুরে দাড়াল রাফিনের দিকে। কিন্তু রাফিন তাকিয়ে আছে সামনের দিকে। ওকে অনুসরণ করে অর্চি ও তাকাল। কিন্তু কিছু দেখতে পেলনা সে। রাফিনের দিকে ফিরে তাকাল আবার। ও আগের মতোই তাকিয়ে আছে। চার রাস্তার মোড়ে একটা মশাও উড়তে দেখা যাচ্ছে না, একটা কুকুর ও বসে নেই কুন্ডুলি পাকিয়ে, কেবল লাইটপোস্টের ঘোলাটে আলো কেমন যেন ছড়িয়ে আছে, আর রাফিন কিনা সেদিকে তাকিয়ে আছে খুব মনোযোগ দিয়ে।
কিছুটা বিরক্তি নিয়ে অর্চি বলল, কি হয়ছে?
রাফিন কিছু বললনা। অর্চির হাতটা ধরেই ছিল ও। সেটা ধরেই এদিক ওদিক তাকাল। আড়াল হওয়ার কোনো জায়গা নেই আশপাশে। রাস্তার পাশে মোটা মোটা সাড়ি বদ্ধ কড়ই গাছ, দ্রুত তারই একটার আড়ালে দাড়িয়ে পড়ল ওরা। মাথাটা কাত করে, সামনের দিকে তাকিয়ে ফিসফিস করে অর্চি কে বলল, মোবাইলটা পকেট থেকে বের কর।
পকেট থেকে মোবাইলটা হাতে নিল অর্চি। রাফিন সামনের দিকে তাকিয়ে বলল, কয়টা বাজে দেখতো?
মোবাইলের বাটন টিপে অর্চি বলল, 1:50 মিনিট।
পুরোপুরি মাঝরাত। রাফিন অর্চির দিকে ফিরে তাকাল, কিন্তু আমাদের কাজ শেষ করতে হবে ঠিক আড়াইটার মধ্যে।
হ্যাঁ ।
তার মানে হাতে আছে আটচল্লিশ মিনিট।
বাসা থেকে......
(চলবে)
বিষয়: সাহিত্য
১৪৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন