দেশে কি এখন আর কোনো রাজাকার নেই?
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১১ নভেম্বর, ২০১৩, ০৮:১৩:১৪ রাত
দেশ কি এখন রাজাকার মুক্ত? দেশের সকল রাজাকারের বিচার কি হয়ে গেছে? অনেক রাজনীতিবিদ গণ বলছেন যে, দেশে এখনো অনেক রাজাকার রয়ে গেছে । যেমন, কাদের সিদ্দিকী বলেছিলেন, ম খা আলমগীর একজন রাজাকার, আমি এর প্রধান সাক্ষী । এখন আমার প্রশ্ন হচ্ছে, সরকার উনার এই কথার তদন্ত করেনি কেন? এতেই বুঝা যাচ্ছে ম খা আলমগীর সত্যিকারের একজন রাজাকার । তাই যদি হয় তাহলে একজন রাজাকার কিভাবে এই স্বাধীন দেশের মন্ত্রণালয়ের দায়িত্ব পায়? যে শেখ হাসিনা রাজাকারের বিচার করার জন্য এত কিছু করছেন, উনি কিভাবে একজন রাজাকার কে মন্ত্রী বানান? আসলে উনি দেশকে রাজাকার মুক্ত করছেন না, উনি উনার পথের কাঠা সরাচ্ছেন। তাই তো কবি বলেন ধরি মাছ , না ছুয়ে পানি ।
বিষয়: বিবিধ
১০৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন