সুরা ৩৩:৩৩ বনাম বিবি আয়শার উটের যুদ্ধ....................।

লিখেছেন লিখেছেন জোসনা বিবি ১৭ নভেম্বর, ২০১৩, ০২:১৮:৫৪ রাত



সুরা ৩৩:৩৩

"তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে-মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। নামায কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করবে। হে নবী পরিবারের সদস্যবর্গ। আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পূত-পবিত্র রাখতে।"

এই সুরায় কোরানের আল্লা অত্যন্ত সহজ ভাষায় নবী পরিবারের মেয়েদের চার দেয়ালের ভিতর বসে আল্যা বিল্যা এবং স্বামীর আনুগত্য প্রকাশের কথা বলেছেন। কিছু দিন আগে হেপাজতের তেঁতুল শফীও বাংলাদেশের মেয়েদের নিয়ে হুবহু একই কথা বলেছেন।

কিন্তু মেয়েদের পক্ষে গৃহ অভ্যন্তরে আতুর হয়ে বসে থাকা যে সম্ভব নয় সেই সহজ সত্যটি- কোরানের আল্লা অথবা হেপাজতের তেঁতুল সফীরা বুঝতে সক্ষম হন নি। যে কারনে নবীর পত্নি-বহরের মক্ষিরাণী বিবি আয়শা সে আমলেই কোরানের নিদ্দেশকে বৃদ্ধা আঙুল দেখিয়ে শুধু ঘর থেকে বেড় হওয়া না, তিনি পুরুষের সাথে সেয়ানে-সেয়ান যুদ্ধও করেছেন। আর এ যুগে সুশিক্ষিত মেয়েদের গৃহবন্ধি হয়ে থাকা?? প্রশ্নই আসে না.....................

বিষয়: বিবিধ

২৭১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File