ইসলাম ধর্মে সাম্প্রদায়িক উস্কানি..........................।

লিখেছেন লিখেছেন জোসনা বিবি ১৪ নভেম্বর, ২০১৩, ০৭:০৮:০৯ সন্ধ্যা



কাবা ঘরে রক্ষিত ৩৬০টি মুর্ত্তি ভাংগার মধ্যদিয়ে অন্য ধর্মের প্রতি চরম বিদ্বেষের সূচনা করেন নবী মোহাম্মদ স্বয়ং। অথচ এই মুসলমানরা সুযোগ পেলেই দাবি করে বসে- ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ধর্মের অধিনে সব অমুসলিমদের নিরাপত্তা দেয়া হয়েছে। এই দাবির পক্ষে তারা সুচতুর ভাবে কোরানের ২:২৫৬ একটি মাত্র আয়াত কে বিছিন্ন ভাবে ফলাও করে ; (দ্বীনের ব্যাপারে কোন জবরদস্তি বা বাধ্য-বাধকতা নেই) !!!!!!!!!!!!!

কিন্তু এর বিপক্ষে যে অসখ্য উস্কানি মুলক সুরা-আয়াতে অমুসলিমদের কতল করার কথা বলা আছে তা চেপে যায়। এসব নিয়ে কেউ প্রশ্ন করলেই মুসলমানরা সুরা/আয়াত নাজিলের প্রেক্ষাপট, শানেনুজুল, আরবীর শব্দ, প্রতিশব্দ.......... র নানা অযুহাত দেখিয়ে ধানাইপানাই শুরু করে। কিন্তু এই সময়ে কম্পিউটার প্রযুক্তির সহজলভ্যতার কারনে ইসলাম ধর্মে এতদিন সযত্নে লুকিয়ে রাখা চরম সাম্প্রদায়িক, অষহিষ্ণু, অমানবিক, নারী বৈষম্যমুলক এবং অবৈজ্ঞানি থলের বিড়ালগুলো বেড় হয়ে এসেছে। এবার দেখা যাক অমুসলিমদের বিষয়ে কোরান এবং হাদীস গ্রন্থের চুম্বক কিছু অংশ ;

সুরা ৯:২৯ ; তোমরা যুদ্ধ কর আহলে-কিতাবের ঐ লোকদের সাথে, যারা আল্লাহ ও রোজ হাশরে ঈমান রাখে না, আল্লাহ ও তাঁর রসূল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম, যতক্ষণ না করজোড়ে তারা জিযিয়া প্রদান করে

সুরা ৫:৬০ ; বলুনঃ আমি তোমাদেরকে বলি, তাদের মধ্যে কার মন্দ প্রতিফল রয়েছে আল্লাহর কাছে? যাদের প্রতি আল্লাহ অভিসম্পাত করেছেন, যাদের প্রতি তিনি ক্রোধাম্বিত হয়েছেন, যাদের কতককে বানর ও শুকরে রূপান্তরিত করে দিয়েছেন এবং যারা শয়তানের আরাধনা করেছে, তারাই মর্যাদার দিক দিয়ে নিকৃষ্টতর এবং সত্যপথ থেকেও অনেক দূরে

সুরা ৫:৫১ ; হে মুমিণগণ! তোমরা ইহুদী ও খ্রীষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না।

সুরা ৪:৮৯ ; তারা চায় যে, তারা যেমন কাফের, তোমরাও তেমনি কাফের হয়ে যাও, যাতে তোমরা এবং তারা সব সমান হয়ে যাও। অতএব, তাদের মধ্যে কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না, যে পর্যন্ত না তারা আল্লাহর পথে হিজরত করে চলে আসে। অতঃপর যদি তারা বিমুখ হয়, তবে তাদেরকে পাকড়াও কর এবং যেখানে পাও হত্যা কর। তাদের মধ্যে কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না এবং সাহায্যকারী বানিও না।

Sahih Muslim, Book 019, Number 4366, narrated by ‘Umar b. al-Khattib: He heard the Messenger of Allah (may peace be upon him) say, “I will expel the Jews and Christians from the Arabian Peninsula and will not leave any but Muslim.”

বিষয়: বিবিধ

১৮১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File