জয়বাংলা বলে আগে রাড়ো............................।
লিখেছেন লিখেছেন জোসনা বিবি ০৯ নভেম্বর, ২০১৩, ১০:৫৭:৫১ রাত
"হেফাজতে ইসলামের নেতা আহমেদ শফী তার তেঁতুল-তত্ত্বে পরিষ্কার বলে দিলেন, মেয়েদের ক্লাস ফোর-ফাইভ থেকে বেশি পড়ার প্রয়োজন নেই। বিএনপি ঘোষণা দিয়েছে তারা ক্ষমতায় গেলে হেফাজতে ইসলামের এই তের দফা বাস্তবায়ন করবে!"
"দা , কুড়াল, বটি, গ্রেনেড নিয়ে তৈরী থাকুন - খোকা, তারেক জিয়া"
বাঙ্গালীও প্রস্তুত হও ;
দেশ আজ গভীর সংকটাচ্ছন্ন। আবার খামচে ধরেছে দেশবিরোধী জামাত-শিবির-হেফাজতের সন্ত্রাসীরা। রক্ত, বোমা আর মানুষ হত্যার মাধ্যমে ক্ষতবিক্ষত আজ প্রিয় মাতৃভূমি।
জামাত-শিবির-হেফাজতের রাজনীতি নিষিদ্ধ করা এবং যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকরের মাধ্যমেই আধুনিক গ্লোবে বাঙালি এগিয়ে যাবে।
আপনার ভোট দেয়ার আগে একটু ভাবুন ...আপনার একটি ভোট দেশকে পাকিস্তানের মত অন্ধকার যুগে নিয়ে যেতে পারে যেখানে আমার মা বোন নিরাপদ না, এমনকি মসজিদও নিরাপদ না...আবার আপনার একটি ভোট দেশকে আধুনিক প্রযুক্তি ও অর্থনীতিতে উন্নত করতে পারে, ....যেখানে নারী সমাজ হবে স্বাবলম্বি, নির্ভয়ে এগিয়ে যাবে আমাদের দেশ, যেখানে থাকবেনা মধ্যযূগীয় তালেবানী ফাতোয়া, থাকবেনা জেহাদী বোমাবাজি, থাকবেনা সমাজকে পিছিয়ে দেয়ার হেফাজতি ১৩ দফা।
বিষয়: বিবিধ
১২৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন