প্রথম ছোঁয়া......................

লিখেছেন লিখেছেন জোসনা বিবি ০৭ নভেম্বর, ২০১৩, ০১:৫২:০৮ দুপুর



আমি তখন বাংলাদেশ এয়ার ফোর্স(বিএএফ) শাহিন স্কুলে ক্লাস সেভেনে পড়ি। বাসা থেকে স্কুল খুব একটা দুরে না, কাছেই। বাসা মহাখালির আনবিক শক্তি কমিশনের সরকারি কলোনি। বলা বাহুল্য, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সে সময় ঐ কলোনিতে ডঃ ওয়াজেদ মিয়ার সরকারি বাসায় থাকতেন। প্রতিদিন স্কুলবাসে আমাদের যাতায়াত ছিল। এখনো মনে পরে- ঠিক সকাল ৬টায় মহাখালির আমতলি বাসস্টান্ড থেকে স্কুল বাস ধরতে হোত। একদিন সকাল থেকেই খুব বৃষ্টি, বিরামহীন অঝরো বৃষ্টি। ঐ দিন আবার কি কারনে যেন হটাৎ স্কুলবাস বিকল হয়ে যাওয়ায় লাঞ্চের পরে ক্লাসে নোটিস দেয়া হল- ছুটির পর বাস সার্ভিস বন্ধ থাকবে, সুতরাং যারযার মত বাড়ী ফেরার ব্যাবস্থা করতে হবে। আগেই বলেছি, 'বাসা থেকে স্কুল খুব একটা দুরে না' তাতে আমি খুব একটা বিচিলিত ছিলাম না। তো, ছুটির পর স্কুলব্যাগ মাথায় মেলে এয়ারপোর্ট রোডে রিকশার জন্য দাড়িয়ে আছি। কিন্তু এত বৃষ্টি, রিকশা পাওয়া যাছ্ছে না, অগ্যাত পায়ে হেটে ভিজেভিজে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুদুর না যেতেই আমাদের কলোনির রেহান ভাই, আমরা একই স্কুলে কিন্তু উনি ক্লাস নাইনে, আমাকে তার ছাতার নীচে আশ্রয় দিলেন। মনেমনে বল্লাম, বাঁচা গেল বাবা। আমরা দুজনে এক ছাতার নিচে বাড়ীর দিকে হাটছি। ওরে বৃষ্টি, সাথে আবার মুহমুহ বজ্রপাত। সামনে কিছু দেখাই যাছ্ছে না- তারপরও নতুন একটা এডভেঞ্চার, আমার কাছে ভাল লাগছিল। মহাখালী রেল ক্রসিং পার হয়েছি মাত্র, হটাৎ বিকট বজ্রপাতে মাথায় আকাশ ভেংগে পরার অবস্থা, কিছু বুঝে উঠার আগেই আমি রেহান ভাইকে দুহাতে জরিয়ে ধরে কি সে চিৎকার। রেহান ভাই ধমক দিয়ে আমাকে আশস্ত করলেন। যাক, অল্প কিছু পর আল্লা-আল্লা করে বাড়ি পৌছে গেলাম। এ হছ্ছে আমার অনেক জীবন-স্মৃতির মাঝে অতি তুছ্ছ একটি ঘটনা।

আজ সকাল থেকে আমাদের শহরে অঝরো বৃষ্টি, 'আষাঢ় গগনে তিল ঠাই আর নাহি রে'। কেন জানি- আজো বৃষ্টি ভেজা দিনে রেহান ভাইয়ের ছোঁয়া আমাকে পুলকিত করে।

বিষয়: বিবিধ

১৫০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File