কলেজ-বিশ্ববিদ্যালয়ের ভাইভা পরিক্ষায় গান জানলে সাতখুন মাপ
লিখেছেন লিখেছেন মুক্তআকাশ ০১ জুলাই, ২০১৪, ০৬:২৯:১৮ সন্ধ্যা
কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে যারা একটু সাংস্কৃতিমনা হয় তারা অনেক সময় ছাড় পেয়ে যায়। ভক্তেরও অভাব হয়না। ইয়ার ফাইনাল বা কলেজের যে কোন ভাইভা পরিক্ষায় গান কবিতা বা সাংস্কৃতির যে কোন শাখার কোন বিষয়ে পারদর্শি থাকলে তার বদলে পার পেয়ে যেতে পারেন। গাদা গাদা বই পড়া থেকে।বিষয়টা এমন হবে যেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ভাইভা পরিক্ষায় গান জানলে সাতখুন মাপ।
কলেজে আমার ভাইভা পরিক্ষার আগে প্রস্তুতিমূলক ক্লাসে ডিপার্টমেন্টের চেয়ারম্যান বলেন কেউ কি গান বা কবিতা আবৃত্তি করতে পারো? তখন ভাঙ্গা ভাঙ্গা অবস্থায় আমি হাত তুললাম। নাম জিগানোর পর শুরু হল গান ও কবিতার আসর।এক গানেই তো হিট হয়ে গেলাম। যে সকল বন্ধু বান্ধবীরা আমাকে চিনত না তারা এখন আমার নামও জানে। আসলে ঠিক মত ক্লাস না করায় একেবারে দুই একজন ছাড়া আমাকে কেউ চেনে না।
প্রস্তুতিমূলক ভাইভা এবং মূল ভাইভার সময় কিছু বলার আগেই গান গাইতে বলে। এবং উপস্থিত সকল স্যারদের চিনিয়ে দেয় সে খুব ভাল গান গাইতে পারে।আবৃত্তিও কম জানে না।
এভাবে মূল ভাইভাতে চেয়ারে বসা মাত্র বলে গান গাও। গান শুরু করলাম। দুই লাইন শেষ হতে না হতেই বলে কবিতা আবৃত্তি কর।সেটাও দুই লাইন শেষ করার আগে বলে যাও।ভাইভা আমার শেষ।
বিষয়: বিবিধ
১৪০৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন