আয় খুকু আয় :-হেমন্ত মুখার্জী ও শ্রাবন্তী মজুমদার

লিখেছেন লিখেছেন মুক্তআকাশ ১৯ মার্চ, ২০১৪, ০৫:১৯:৪১ বিকাল

কাটেনা সময় যখন আর কিছুতে

বন্ধুর টেলিফোনে মন বসে না

জানালার গ্রীলটাতে ঠেকাই মাথা

মনে হয় বাবার মত কেউ বলে না

আয় খুকু আয় খুকু আয়

আয়রে আমার সাথে গান গেয়ে যা

নতুন নতুন সুর নে শিখে নে

কিছুই যখন ভাল লাগবে না তোর

পিয়ানোয় বসে তুই বাজাবিরে

আয় খুকু আয় খুকু আয় ।।

সিনেমা যখন চোখে জ্বালা ধরায়

গরম কফির মজা জুড়িয়ে যায়

কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি

মনে হয় বাবা যদি বলতো আমায়

আয় খুকু আয় খুকু আয়

আয়রে আমার সাথে আয় এখনি

কোথাও ঘুরে আসি শহর ছেড়ে

ছেলেবেলার মত বায়না করে

কাজ থেকে নেনা তুই আমায় কেড়ে

আয় খুকু আয় খুকু আয় ।।

দোকানে যখন আসি সাজবো বলে

খোঁপাটা বেঁধে নেই ঠাণ্ডা হাওয়ায়

আরশিতে যখনই চোখ পড়ে যায়

মনে হয় বাবা যেন বলছে আমায়

আয় খুকু আয় খুকু আয়

আয়রে আমার কাছে আয় মামনি

সবার আগে আমি দেখি তোকে

দেখি কেমন খোঁপা বেঁধেছিস তুই

কেমন কাজল দিলি কালো চোখে

আয় খুকু আয় খুকু আয় ।।

ছেলেবেলার দিন ফেলে এসে

সবাই আমার মত বড় হয়ে যায়

জানিনা কজনে আমার মতন

মিষ্টি সে পিছু ডাক শুনতে যে পায়

আয় খুকু আয় খুকু আয়

আয়রে আমার পাশে আয় মামনি

এ হাতটা ভাল করে ধর এখনি

হারানো সেদিনে চল চলে যাই

ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি

আয় খুকু আয় খুকু আয় ।।

....

একজনের ফেসবুক থেকে সংগ্রহ করা



বিষয়: সাহিত্য

১৬৮৬ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

194787
১৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : এটা তো একটা গান। তবে সুন্দর লাগে আমার কাছে বার বার শুনি।
194795
১৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৫
মুক্তআকাশ লিখেছেন : আমি তো বলি নাই এটা
গদ্য
194821
১৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
নীল জোছনা লিখেছেন : বেশ ভালো লাগে গানটা আমার। যখন মনটা উদাস থাকে তখন শুনি
194827
১৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
ইবনে হাসেম লিখেছেন : ধর্মনিরপেক্ষ গান শোনার অভ্যাস না থাকলেও এই গানটি কেম্নে জানি মনটাকে কেড়ে নেয়। তাই যখনই গানটি কোথায়ও বাজে তখন তম্ময় হয়ে শুনতে থাকি.....
194835
১৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ জনপ্রিয় এই গানটি ব্লগে শেয়অর করার জন্য।
194853
১৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
পদ্ম পাতা লিখেছেন : HEART TOUCHING
194935
১৯ মার্চ ২০১৪ রাত ০৯:৫৬
হতভাগা লিখেছেন : দুই দিন আগে দিলে এই পোস্ট স্টিকি হত মাস্ট

এই গানটা বাংলাদেশের কোন ছায়াছবিতে গাওয়া হয়েছিল , জানা আছে কি ?
194996
১৯ মার্চ ২০১৪ রাত ১১:৪৫
নিশা৩ লিখেছেন : রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি ছগীরা।
199388
২৮ মার্চ ২০১৪ রাত ১০:২৩
মুক্তআকাশ লিখেছেন : না। জানা নেই কোন ছবিতে গাওয়া হয়েছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File