ভোটের হার কারা গুণছে জানেনা কমিশনের কর্মকর্তারা

লিখেছেন লিখেছেন মুক্তআকাশ ০৬ জানুয়ারি, ২০১৪, ০৪:৪৭:৫০ বিকাল



মুক্ত আকাশ

বিডিটুডে:

দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের ইতিমধ্যে ২০ ঘন্টা পার হয়েছে। কিন্তু এখনও নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছেনা। কত শতাংশ ভোট পড়েছে এবারের নির্বাচনে।

কমিশনাররা এবিষয়ে কোন কথা বলছেন না। এমনকি নির্বাচন কমিশন সচিবালয়ের যে কর্মকর্তারা ভোটের ফলাফল সহ যাবতীয় হিসাব রাখে। সেই সমন্বয় শাখার কর্মকর্তারাই বলছেন আমরা এবিষয়ে কিছু জানিনা।পার্সেন্টেন্স এখন আর আমাদের হাতে নাই।

কমিশনের একজন প্রশাশনিক কর্মকর্তার কাছে ভোটের হার প্রকাশের গড়িমসি বিষয়ে জানতে চাইলে আক্ষেপের সঙ্গে বলেন, আমরা কিছুই জনিনা।সব কিছু আইটি বিভাগ জানে।এখন তারাই ভোটের হারের হিসাব করেন। তাদের সঙ্গে যোগাযোগ করেন।

অপর একজন প্রশাশনিক কর্মকর্তা সাংবাদিকদের দোষারোপ করে বলেন, আপনাদের জানিয়ে কি হবে।আপনারা তো বিক্রি হয়ে গেছেন।কি ঘটছে তার কিছুই লেখেন না।

মাত্র ১০ থেকে ১২ শতাংশ ভোটের হার যে খানে হয় না।সেখানে যদি ৫০ থেকে ৬০ শতাংশ দেখাতে বলা হয় তাহলে তো সেই ফল প্রকাশে গড়িমসি হবেই।

তিনি জানান, আমাদের সমন্বয় শাখার কাছে যে তথ্য এসেছে তাতে ১০ শাতাংশ ভোট হতে পারে। কিন্তু রহস্য জনক ভাবে এই ফল স্থগিত করে ভোট গ্রহণের হার দেখানো হয়েছে অনেক বেশী।গতকাল যে ফলাফল দেখানো হয়েছে তার

আলোকে এখন ভোটের হার বের করা হচ্ছে। যে কারণে এখন ভোট গ্রহণের হার প্রকাশ করতে দেরী হচ্ছে।

উল্লেখ্য, রোববার রাত পেৌনে ৮ টার দিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সহ আওয়ামীলীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসেন। যার মধ্যে ছিলেন, আ’লীগের নির্বাচন পরিচালনা উপ-কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খাঁন আলমগীর, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক সহ আরো কয়েকজন নেতা।

তার সবাই ভোটের ফলাফল প্রকাশের দিকে গেলেও হাসানুল হক ইনু যান সিইসির রুমে। দীর্ঘক্ষণ রুদ্ধদার বৈঠক শেষে বের হন তিনি।

এর কিছুক্ষণ পর থেকে রহস্যজনক ভাবে ভোটের ফলাফলে ব্যাপক পরিবর্তন লক্ষ করা যায়।সব আসনের ফলাফলেই যে পরিমান কাষ্ট হযেছে। তাতে ৫০ থেকে ৬০ শতাংশ ভোট গণনার আশংকা করা হচ্ছে।

এছাড়া, দুপর থেকে নির্বাচন কমিশনাররা মিটিংয়ে বসেছেন। যে মিটিং বিকাল নাগাদ শেষ হচ্ছেনা। কমিশন সূত্রে জানা যায়, কমিশন কর্তৃক ভোটের ফলাফল প্রকাশ ও মিডিয়র মাধ্যমে ভোটের মাঠের যে অসাভাবিক বৈসম্য দেখা গেছে।তাতে কমিশনার রা উদ্বিগ্ন।







বিষয়: বিবিধ

১১৬১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159722
০৬ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪১
শেখের পোলা লিখেছেন : অসংখ সনদ ধারীর বিদ্যায় কুলাচ্ছেনা তাই দেরী হচ্ছে৷
160093
০৭ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৫
মুক্তআকাশ লিখেছেন : ঠিক বলেছেন। আইন মোতাবেক আমাদের সবই দেখতে হবে। কারণ সংবিধান আমাদের এর চেয়ে বেশী কিছু করার অধিকার দেয়নি তো!!!!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File