সিইসির সঙ্গে ইনুর রুদ্ধদার বৈঠকের পরই ভোটের হার বাড়তে থাকে
লিখেছেন লিখেছেন মুক্তআকাশ ০৬ জানুয়ারি, ২০১৪, ০১:৪০:২৮ দুপুর
খুব ভোর সকালে ভোট কেন্দ্র গিয়েছি। পেশাগত দ্বয়িত্ব থাকায় বের হতে হয়েছে। খা খা রাস্তা। ভোটকেন্দ্রও একই রকম খা খা করছে। রাজধানীর যে গুলো কে্দ্রে গিয়েছি সবগুলোতেই একই অবস্থা।
বাচ্চা বাচ্চা ছেলেদের দিয়ে লাইনে দাড় করানো হয়েছে।যাদের কারো বয়স ১৭ পার হয়নি। পুলিশের উর্ধ্বোতন কর্মকর্তা আসলে কেউ মাঠে থাকছে না। পরে আবার এসে জড়ো।
যে পরিমান ভোটার দেখেছি মাঠে। তাতে ৩ থেকে ৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলা বিবেকের কাছে অপরাধী হয়ে যেতে হবে।
কিন্তু সন্ধার পর আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসল। যাতে ছিল, এইচ টি ইমাম, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু(জাসদ), চামচা হিসাবে ছিল আ'লীগ নেতা কায়সার ও বাপ্পি।
সবায় চলে গেল ভোটের ফলাফল ঘোষণার দিকে। শুধু ইনুকে
পাঠানো হল সিইসির রুমে। এইচ টি ইমাম সহ বেশীর ভাগ নেতা যে দিকে গেল সেই দিকেই মিডিয়া গেল । ইনুর খবর অন্য কেউই রাখল না।
আমি লক্ষ করলাম উপরে গেল কে। বাকিদের যদি সাংবাদিকরা ধরে তবে সেটা পাব। কিন্তু ভেতরে যে যাবে তার খবর কেউ দিতে পারবে না।
পরে ইনু সিইসির সঙ্গে অনেকক্ষণ রুদ্ধদার বৈঠক করল। বের হয়ে আসার সময় দুই তিন জন সাংবাদিক তাকে প্রশ্ন করল । উত্তর দিলেন, আবারও প্রমাণিত হল মানুষ গণতন্ত্রকে রক্ষা করতে এই সরকারকেই চাই।
এবং নির্বাচন যেন তেন নির্বাচন নয়। এটা জঙ্গিবাদকে দূর করার জন্য বিশেষ সংগ্রাম।
রহস্যজনক ভাবে তার সাক্ষাতের পর থেকে ভোটের ফলাফলে পরিবর্তন দেখা গেল। সকল আসনের ফলাফলে ব্যাপক পরিবর্তন। পার্সেন্টেন্স যা মনে হচ্ছে। তাতে ৫০% পার হয়ে যেতে পরে।
কিন্তু আসলেই ৫% হওয়া অনেক বড় মিথ্যাবাদি হয়ে যাবে।
বিষয়: বিবিধ
১৫৪৬ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইনু(জাপানী ভাষায়)!
যে কারণে মেম্বর হওয়ার মত জনপ্রিয়তা না থাকলেও ঠিই পা চাটা মন্ত্রী হয়েছে।
মন্তব্য করতে লগইন করুন