হিজিবিজি কবিতা বনাম আমি এক হতভাগ্য পাঠক বুঝতে আমাকে কেউ সাহায্য করবেন?
লিখেছেন লিখেছেন মুক্তআকাশ ২৮ নভেম্বর, ২০১৩, ১১:৪৪:৩০ রাত
চোখ!?
প্রাচ্য দিবা
====
ডাক্তার চোখের,
পাতা মণি পটল শ্বেত অচ্ছোদ;
কর্ণিয়া রেটিনা ফোবিয়া অন্ধবিন্দু
শেষে স্নায়ু অপটিক;
দেখেছি ছানি অপুর্ণ মণি বস্তু-বাহ্যিক
অগণিত রোগ;
চিকিৎসক যেহেতু,
বাইর-ভেতর দেখি সবই;
সমস্যা কী-কতোটা রোগীর
যেমন অভিযোগ;
দেখেছি কতো অন্ধ ভেতরে, পদ্মলোচন
অথচ!
আঁধার ঢাকা পৃথ্বীর রং-রূপ প্রিয়জন
নিজেরি অপরূপ!
এ রোগিণীর সমস্যা অদ্ভুত!
নেই কোনো রোগ, দৃষ্টি কাছের-দূরের
তীক্ষ্ণ; অভিযোগ-
সব অঙ্গই ঠাসা বাইরেভেতরে
চোখের, যন্ত্রেই নির্ণয় দেখে না
কেউ!
ওষ্ঠাধর ফোলাফোলা টসটসে পাপড়ি
গোলাপ রগড়!
দুপাশেই ভ্রু অবিন্যস্ত কী যেনো
রিরংসা ভর!
নিরোগ উজ্জ্বল স্বচ্ছ স্ক্লেরা নিচেই মুক্তো
দু'পাটি দাঁত!
হাসে ঝিকমিক হাসলেই ও!
এ আবার কেমন, রোগই পাচ্ছিনা
খুঁজে;
অজ্ঞাত অলৌকিক!
হাসতেই জিভ লকলকে সর্বগ্রাসি
ম্যাকুলা!
কী প্রশান্ত স্বর্গ-আভা নিষ্পাপ
মুখ!
বিচলিত অন্ধ বিন্দুটা অচেনা
কিম্ভূত!
'প্লাসিবো' ওষুধ লিখে-
আসুন আবার; পরীক্ষা আছে
আরো!
( বলি চুপিসারে- দেখেছি
যা' জানি না কী!কীইবা
পরামর্শ দেই!)
চিকিৎসাশাস্ত্রে লিপিবদ্ধ দুর্জ্ঞেয়
যতো কেস পৃথিবীর ইতিহাসে-
ব্যর্থ হতাশ গ্রন্থাগার আন্তঃজাল
ঘেঁটে!
ধর্ম দর্শন বিজ্ঞান কল্পকাহিনী
রূপকথা;
ইমহোটেপ এরিস্টটল সিনা ভিঞ্চি
হকিং;
দেইনি বাদ আধিদৈবিক ডাকিনীবিদ্যা
পরাবাস্তবতা!
---
-----
এবার আবার অন্ধ বিন্দুটা;
দান্তে মিল্টন হেরোডেটাস আর্কিমিডিস
দেখেছিলো বোধ হয়!
কৃষ্ণবিবর শ্বেতবামন ছায়াপথ দুর্বোধ্য
বিগব্যাং-প্লাজমা!
ভবিষ্যত মানুষ প্রাণীরা, যারা গেছে
মরে আর আমরা!
গুরু হিপোক্রেটিস, ক্ষমা করো!
প্যাভলভ ফ্রয়েড দালি কামু হয়ে
পুনঃ সক্রেটিস শিষ্য প্লেটোয়-
রক্ষাকবচ!
হবে না দেখাতে আর,
আগেরগুলোই চলবে জীবনভর!
(এ সমস্যায় 'প্লাসিবো'-ই
সঠিক বোধ হয়!)
ফুঁ দেয়া পানিটা, স্বপ্নের বড়িটা,
সম্মোহন কৌশলটা, পোড়া মরিচ
ঝাঁজটা- অকার্যকারিতায় তেঁতুলের
ডাঁটিটা?!
---
পুনশ্চঃ রেজিস্টার্ড চিকিৎসকের
পরামর্শই শুধু অনুমোদিত।
পড়ে কিছু বুঝলাম না। তাই ব্লগের পাঠকদের কাছে বুঝার জন্য টিপস চাইলাম। আমি এক হতভাগ্য পাঠক আমাকে কেউ সাহায্য করেন।
বিষয়: বিবিধ
১২৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন