বাম কান ভালোনা অথচ বাম কানেই টেলিফোন

লিখেছেন লিখেছেন মুক্তআকাশ ৩০ অক্টোবর, ২০১৩, ১১:৫১:৪৯ রাত



প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার ফোনালাপের এক পর্যায়ে শেখ হাসিনা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার কথা মনে আছে ? আমিার তো বাম কান ঐদিন থেকে নস্ট হয়ে গিয়েছে।

অথচ যখন বলছে বাম কান নষ্ট হয়ে গিয়েছে এটা দয়ে কিছু শুনতে পাইনা তখন তার মোবাইল বামকানেই ধরা ছিল । এবং পুরো সময় ধরেই তিনি বাম কানে মোবাইল রেখে কথা বলেছে।

তার এই ডাহা মিথ্যা কথায় ফেসবুকে কিছু লোক দেখলাম লেখা লেখি করছে । সেখান থেকে হাস্যকর এই কারণ দেখে আমিও কয়েক লাইন লিখলাম।

ফেসবুকে ব্লগার ইমরোজ নামে এক লোক লিখেছে.....

দিদি মরার আগে একটু সত্য কথা বলে যেও.. একজন নাগরিক হিসেবে এটা তোমার কাছে সামান্য একটা অনুরোধ.....দিদির বাম কান নাকি নষ্ট....

হাসিনা ফোনালাপে খালেদাকে বলেছে, " আপনারা গ্রেনেড হামলা করে আমার বাম কান নষ্ট করে দিয়েছেন ! এখন বাম কানে আমি শুনতে পাই না !"

এর পর আবার দৃষ্টি আকর্শন করে লিখেছে-- দেখেনতো কোন কানে মোবাইল ?

হয়তো বা এই ছবি নিয়ে তোড়পাড় হলে সে এখানেও বলবে এটা ফোনালাপের সময়ের ছবি না। এটা আগের ছবি।

বিষয়: রাজনীতি

১৮৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File