বাকশালি কন্যকে নিয়ে কবিতা

লিখেছেন লিখেছেন শাহ নেওয়াজ ফাহাদ ০৪ ডিসেম্বর, ২০১৩, ০২:৩৩:২১ দুপুর

বলতে মানা , ধরতে মানা ।

নামটি তার এমন ,

এসব কথা বলতে গেলে?

করবে তোমায় যাতন ।

আমি নেতা, আমি তিতা,

কি করবি বল?

বাপ আমার দিয়ে গেছে ,

এ রাজ্যের সব ।

নাটক আমিই ভালোই জানি ,

তাতে জুড়ি নাই,

হেশে তোরা উড়াস নি তাই,

আমি শিবির ভয় পাই ।

লাশ নিলাম হাজার খানিক,

তাও থামে নাই ।

আমি এবার করবো কি ??

না ভেবে পাই।

দাদা-দিদি বলছে আমায়,

চিন্তার কিছু নাই ।

রক্ষা তোমায় করতে এবার,

আমরা নেমেছি তায় ।

বীর জনতা হাসছে দেখো

দিচ্ছে হুংকার ,

বাকশালিদের রাজ্য এবার করবে সবাই সাবাড় ।

ভাগ হাসিনা ,ভাগ হাসিনা

রক্ষা তোর নাই ।

এই জনতা করবে বিচার ,

নিবে প্রতিশোধ ।

কেনো ভাইয়ের রক্তে ভাসবে বলো

শাপলা চত্বর ।

বিষয়: বিবিধ

১৪২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File