১৮ দলীয় জোট নেতাদের কাছে প্রশ্ন ?? একটু পড়ুন , পারলে জোট এর কেন্দ্রীয় নেতাদের প্রশ্নগুলা করুন
লিখেছেন লিখেছেন শাহ নেওয়াজ ফাহাদ ০৬ নভেম্বর, ২০১৩, ০৯:১৭:৩৮ রাত
বি এন পি কে তথা ১৮ দলীয় জোট এর নেতাদের কাছে প্রশ্ন । এই রকম হরতাল কয় দিন ?? ঘরে বসে খালি বড় বড় কথা । ৩ দিন হরতাল দিলো , কি লাভ হোল উল্টো একদিন আওয়ামেলীগ মজা নিলো । ভীতুর দল তোগ লাইগা জান দিমু , আর তোমরা মুল আন্দোলন এ না যাইয়া , রাস্তায় না নাইমা ভাব লও । এম পি গুলা সংসদ ভবন এ মিছিল কইরা টি ভি তে মুখ দেখায় । এতই যদি হরতাল সফল করার মুরদ থাকে যা নিজের এলাকায় যাইয়া নিজের কর্মীর পাশে থাইকা লড় । আমারা মিছিল করুম ১০ জন , মিছিল এ পুলিশ এর রাবার বুলেট খামু সমস্যা নাই , তবে বাইছা আইলে পরে আবার আওয়ামেলীগ এর হাতে মাইর খামু । আর তোমরা গুমাইবা ??? জাগো নাইলে আর পাইবা না আমগোরে । আইজও ফেনীতে যুবলীগ কুত্তার মতো গুলি করতাছে ৮ জন এর গা ফুদা কইরা দিছে । ১৫ তারিখ না কি ছিঁড়া ফালাও । আর তথ্যমন্ত্রী তো কইছেই বি এন পি কে জামাত এর পরিণতি ভোগ করতে হইব । অর্থাৎ নিষিদ্ধ করা হইব , মেডাম খালেদা আপনি একবার এ রাস্তায় নামেন আমরা দেশ কে রক্ষায় যান দিতে প্রস্তুত কিন্তু এমন ঠুনকো কর্মসূচী দিয়ে কোন লাভ নাই । নির্বাচন কমিশন তো বি এন এফ রে নিবন্ধন দিয়া দিছে , এই থেকে বুঝা যায় সংলাপ এ কোন কাজ হবে না । এই নির্বাচন কমিশন ও সরকার এর নির্বাচন হইব ভারত এর নির্বাচন । তাই দয়া কইরা মুল আন্দোলন এ নামেন অনাথায় প্রত্যেক হরতাল এ ২৫ জন কইরা মরতে মরতে আর লোক পাইবেন না আন্দোলন এ নামতে । আপনি আপনার তৃনুমুল নেতা কর্মীর কথা ভাবুন , এম পি নেতাদের এলাকায় পাঠান , আর অসহযোগ আন্দোলন এর ডাক দিন । আর কূটনিতিক অপেক্ষা করলে দল তথা জোট এর কপাল এ খারাপি আছে ।
বিষয়: রাজনীতি
১৪৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন