মানুষ আজ যে সভ্যতার বড়াই কোরছে, সত্যি কি এটা সভ্যতা?
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আসাদ আলী ২৯ জানুয়ারি, ২০১৪, ০৬:৩৭:০৩ সন্ধ্যা
মানুষ আজ যে সভ্যতার বড়াই কোরছে, সত্যি কি এটা সভ্যতা? না, এটা আত্মাহীন, বিবেকহীন, মনুষ্যত্বহীন যান্ত্রিক প্রগতি মাত্র। যে প্রগতি মানুষকে যত যান্ত্রিক ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তত তাকে মানুষ হিসাবে টেনে হেঁচড়ে নিচে নামাচ্ছে- তাকে কিছুতেই আর যাই হোক সভ্যতা বোলে আখ্যা দেয়া যায় না।
এই পৃথিবীর মানুষ নিষ্ফল অহংকারে বুক ফুলিয়ে ভাবছে যে সে আজ সভ্যতার চূড়ায় দাঁড়িয়ে আছে। সে ভাবছে তার লক্ষ লক্ষ বছরের অস্তিত্বের মধ্যে আজকের মত সার্বিক সফলতা তার আর কখনো হয় নি। তার পেছনের লক্ষ বছরের অতীতের দিকে সে কৃপা আর অনুকম্পার দৃষ্টি দিয়ে চেয়ে দেখছে। বাইরে যত সফলতার অহংকার থাকুক মনের গভীরে মানুষ আজ দেউলিয়া, দিশেহারা, হতাশাগ্রস্ত, আতংকগ্রস্ত। যে কোন দিনের সংবাদ পত্র খুলুন, টেলিভিশন দেখুন-দেখবেন পৃথিবীময় অশান্তি, ক্রোধ, রক্তারক্তি অন্যায়, অবিচার আর হাহাকারের বর্ণনা। রাষ্ট্রগতভাবে যুদ্ধ, দলগত ভাবে হানাহানি, ব্যক্তিগতভাবে সংঘাত আর রক্তারক্তির হৃদয়বিদারী বর্ণনা। পৃথিবীর প্রায় প্রতিটি দেশে, বিশেষ কোরে যে সব দেশ এই যান্ত্রিক সভ্যতাকে গ্রহণ কোরেছে, সে গুলোতে প্রতি বছর খুন, যখম, ডাকাতি, ধর্ষণ, বোমাবাজি আর অপহরণের সংখ্যা দ্রুত গতিতে বেড়ে চলেছে। এমন কি বেগুনাহ, নিষ্পাপ শিশুরা পর্যন্ত এই মানুষরূপী শয়তানের হাত থেকে রেহাই পাচ্ছে না। এক দিক দিয়ে মানুষ যেমন বিজ্ঞানের শিখরে গিয়ে উঠছে অন্য দিকে ঠিক তেমনিভাবে সে সব রকমের অন্যায়ের চূড়ান্তে গিয়ে পৌঁছেছে। মানুষের আত্মা আজ ত্রাহী ত্রাহী সুরে চিৎকার কোরছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও- কিন্তু কেন? কেন মানুষের জ্ঞান আর বিজ্ঞানের প্রগতি মনুষ্যত্বের উন্নতির পরিবর্তে তাকে অবনতির গভীর অতলে নিয়ে যাচ্ছে? এর শেষ কোথায়?
এর সহজ উত্তর হোচ্ছে মানুষ আজ আল্লাহকে ভুলে গেছে, তার হুকুম মত চোলছে না। মানুষ আজ আল্লাহর বিধান মানছে না। আজ পৃথিবীর কোথাও আল্লাহর সার্বভৌমত্ব ও দীন প্রতিষ্ঠিত নেই। মানুষ তার নিজের তৈরি অর্থাৎ গায়রুল্লাহ্র তৈরি মনগড়া বিধান দিয়ে ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয় ও অর্থনৈতিক জীবন পরিচালনা কোরছে। এই জীবন ব্যবস্থায় এত বছরে শান্তি আসে নি, কোনদিন শান্তি আসবেও না।
তাহোলে মানবজাতি যদি শান্তি পেতে চায়, শান্তিতে থাকতে চায়-তার কি কোরতে হবে? উপায় একটাই-জীবনের প্রতিটি বিষয়ে যেখানেই আল্লাহ ও তাঁর রসুলের কোন বক্তব্য আছে সেটা ব্যক্তিগত, পারিবারিক সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আইন কানুন, দণ্ডবিধি যে বিভাগেই হোক না কেন, সেই ব্যাপারে আর কারও বক্তব্য, নির্দেশ, আইন মানা যাবে না। ব্যাস-এই টুকুই-এর বেশি কিছু নয়।
পরিশেষে বোলতে চাই আজ সভ্যতার এই অবনতির একমাত্র কারণ হোল মানুষ নিজেই এখন নিজের এলাহ (হুকুমদাতা)। সমগ্র মানবজাতি এখন মানুষের তৈরি করা দীন যেমন গণতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, রাজতন্ত্র, ইত্যাদি দ্বারা তাদের সামগ্রিক জীবন পরিচালনা কোরছে। অথচ আল্লাহ ছাড়া আর কোন এলাহ (বিধানদাতা/হুকুমদাতা) না মানার অঙ্গীকারই হোচ্ছে তওহীদ। মোসলেম নামের জনসংখ্যাটি সহ সমস্ত মানবজাতি সেই অঙ্গীকার ভঙ্গ কোরে এখন শেরক ও কুফরে ডুবে আছে। আর বর্তমানে আমরা যে এসলামটি পালন কোরে যাচ্ছি সেটা আল্লাহর রসুলের (সা) রেখে যাওয়া এসলামেরই বিকৃত রূপ-প্রকৃত এসলাম নয়।
বিষয়: বিবিধ
১১১২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন