জেগে ওঠো বাংলাদেশঃ ভোটের অধিকারের দাবিতে, রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে,,,,,,,,

লিখেছেন লিখেছেন মেজর রিফাত ০২ এপ্রিল, ২০১৫, ১২:২৮:১৮ রাত

পাকিস্তানের ২৪ বছরের শোষণ-শাসনে ক্ষুব্ধ হয়ে আমরা সৃষ্টি করেছিলাম বাংলাদেশ, গণতন্ত্রের আকাঙ্ক্ষায় আমরা জম্ম দিয়ে ছিলাম ১৫ই আগস্টের বিপ্লবের, আবার গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে ৯০-এর গণ জোয়ার।

বিগত ৬টি বছরের আমরা বুঝে নিয়েছি আমার ‘গণতন্ত্র’ আজ পরিণত হয়ে গেছে বাকশালের প্রেত্মাতার শোষণের হাতিয়ারে। গণতন্ত্রের “ভোটের অস্ত্র” আর আমার হাতে নেই!

রাস্ট্রীয় সন্ত্রাসীদের কালো থাবায় আমার ভোট ও বেঁচে থাকার অধিকার আজ বিপন্ন,,,,,,,,,,,,, Sad

অবশ্য ইতিহাস বলে- মানুষের এই হতাশা আর অবিশ্বাস কখনো স্থায়ী হয় নাই। মানুষ এক সময় জেগে ওঠে,,,,,,,,,,,,

নিজেই নিজের অদৃশ্য ভয়ের বলয় ভেদ করে বেড়িয়ে আসে। তখন এক অফুরন্ত শক্তির সমাবেশ আমরা দেখি। মানুষের জেগে ওঠার শক্তি! প্রবল বেগে! বালির বাঁধের মতো সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যায়!

যৌবনের জলতরঙ্গ সব এক হয়ে মিশে যায় এক মোহনায়,,,,,,,,,,,,,,

বিষয়: রাজনীতি

১০৭৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312321
০২ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৭
shaidur rahman siddik লিখেছেন : এদের আচরনে গনতন্ত্র কথাটি মুখে আনলেই ঘৃর্ণা হয়
312329
০২ এপ্রিল ২০১৫ রাত ০১:১২
আশাবাদী যুবক লিখেছেন : জেগে অবশ্যই উঠবে ৷ শুধু প্রয়োজন সময়োপযোগী বলিষ্ঠ নেতার নেতৃত্ব ৷
312330
০২ এপ্রিল ২০১৫ রাত ০১:১৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমার অধিকার আমাকেই ফিরিয়ে আনতে হবে ,,জাগতে হবে জগতে হবে ,,,ধন্যবাদ
312598
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৩:০০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : জেগেছিল বলেই তনি খুন হয়েছেন, জেগেছিল বলেই তিনি গুম হয়েছেন!
জেগেছিল বলে ওরা আজ কারাগারে!!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File