কমরেডস- জেগে উঠার এইতো সময়........

লিখেছেন লিখেছেন মেজর রিফাত ২৮ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:০০:৪৬ রাত

হে কমরেডস-

আর কত ঘুমাবে তুমি?

জেগে উঠো তুমি, ঝেড়ে ফেল জড়তা

জেগে উঠার এই তো সময়..........

জেগে উঠো কমরেডস

হায়েনা আজ গ্রাস করছে তোমার সোনার বাংলা

হরণ করেছে তোমার বাক-স্বাধীনতা, ভোটারধিকার

রুদ্ধ করেছে অন্যায়ের প্রতিবাদ করার অধিকার।

বন্দুকের নল দিয়ে স্তব্ধ করছে তোমার মুক্তকামী ভাইদের কন্ঠস্বরকে,

নেমপ্লেটবিহীন গাড়িতে তুলে পাঠিয়ে দিচ্ছে তাদের না ফেরার দেশে.........

কমরেডস, জেগে উঠো তুমি

জেগে উঠার এই তো সময়...........

বিষয়: রাজনীতি

২৭২১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306641
০১ মার্চ ২০১৫ সকাল ১১:৩৯
হতভাগা লিখেছেন : কমরেডস্‌রা এখন Dead meat

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File