মেজর জিয়াই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং প্রথম রাষ্ট্রপতি....
লিখেছেন লিখেছেন মেজর রিফাত ০৭ সেপ্টেম্বর, ২০১৪, ০১:২০:৪৬ দুপুর
শেখ সাহেব ৭ মার্চের ভাষনে ‘জিয়ে_পাকিস্তান' বলেছিলেন, তা নিয়ে আমার কোনো কষ্ট বা প্রতিবাদ নেই। কারন তিনি সঠিক কথাই বলেছিলেন, সেটা এখনকার হাম্বালীগ বোঝে না।
কেননা, শেখ মুজিব ৭০ সালের নির্বাচনে গেছিলেন পকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, পাকিস্তান ভাঙ্গার জন্য নয়। সে হিসাবে ৭ তারিখে তিনি জিয়ে পাকিস্তান বলবেন,
এরপরে ইয়াহিয়ার সাথে ২৪ তারিখ পর্যন্ত বৈঠক করছেন ক্ষমতা পাওয়ার আশায়।
২৩ মার্চ ওয়ালি খানকে বলেছিলেন,
“খান সাহাব, আমি সাচ্চা মুসলিমলীগার, আমি পাকিস্তান ভাঙ্গতে পারিনা।”
এরপরে আমেরিকার এনবিসি টিভিতে ২৬ মার্চ প্রচারিত সাক্ষাৎকারে বলেছেন,
"আই ডোন্ট মিন ইন্ডিপেডেন্স।"
২৫ তারিখ রাতে মুজিব তাজুদ্দিনকে বলেছেন,
"স্বাধীনতা ঘোষণা করলে তারা আমার বিরুদ্ধে এটা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনবে।"
মোট কথা, মুজিব পাকিস্তানের প্রতি ইমানদার
ছিলেন- তিনি স্বাধীনতার ঘোষনা দেননি।
একে খন্দকার এটাই লিখেছেন। তাহলে খন্দকার
সাহেব যদ্ধে গেলেন কেনো???
কেনইবা হলেন মুক্তিযুদ্ধের উপঅধিনায়ক???
একটি বিশাল প্রশ্ন- মেজর জিয়া, একে খন্দকার, সফিউল্লাহ, আবুল মনজুর, রফিক- ইনারা সবাই পাকিস্তান সেনা/বিমান বাহিনীর সদস্য ছিলেন। তো, ইনারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ
করলেন কেনো???
কার আদেশে বা ডাকে ১১ হাজার বাঙ্গালি সৈন্য পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে নামলেন???
কে দিয়েছিল সে যুদ্ধের ডাক???
কোনো সংসদের ঘোষনা???
নাকি রাষ্ট্রপতির অর্ডার???
নাকি কোনো তথাকথিত জাতির পিতার ডাকে???
এ প্রশ্নের কি কোনো জবাব নাই????
অবশ্যই আছে! সেটা হলো, তারা যুদ্ধ করেছেন জিয়ার ডাকে বা অর্ডারে। একজন মেজরের অর্ডারে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ হয়???
না । তবে???
জিয়াউর রহমান নিজেকে অস্থায়ী রাষ্ট্রপতি ঘোষণা করে নিজেই যুদ্ধের ডাক দিলেন। সেই ডাকে সাড়া দিয়েছিল বাঙ্গালি সৈন্যরা।
অথচ যুদ্ধকালে অক্টোবর/ নভেম্বর মাসেও ক্ষমতা হস্তান্তরের জন্য আওয়ামীলীগের সাথে ইয়াহিয়ার গোপন দর
কষাকষি চলতে থাকে। জিয়ার ঘোষিত সেই
স্বাধীন দেশে এখন পক্ষ-বিপক্ষ সকল গ্রুপ
খেয়ে পড়ে বেঁচে আছে।
এই বাংলাদেশ আওয়ামীলীগের নয়, জিয়ার। এটাই
বাস্তবতা!
বিষয়: রাজনীতি
১৪৪৪ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Click this link
এসব মানুষকে স্বাধীনতার আকাঙ্খায় এতটা বছর উদ্ভুত করেছিলেন কোন নেতা ? কোথাকার কোন মেজরের কথায় বাংলাদেশের মানুষ একদিনেই যুদ্ধে নেমে পড়বে ?
তার বৌয়ের কথায় তো নেতারাও এখন ঘর থেকে বের হয় না ।
নিজে বিপদে পড়বেন , ব্লগটাকেও দৌড়ের উপ্রে রাখবেন ।
আদালতের রায়ের মাধ্যমে যে বিষয়টির ফয়সালা হয়ে গেছে সেটা নিয়ে কেন কাবযাব করেন ভাই ?
মন্তব্য করতে লগইন করুন